সম্প্রতি বিজ্ঞানীরা এমন ১৪টি বিষয়ের লিস্ট করেছেন যা পৃথিবীর যে কারো উন্নত জীবন ধারণের জন্য দরকারি। গত বছর থেকে একদল গবেষক ও ইঞ্জিনিয়ার এ ব্যাপারে চেষ্টা করে আসছেন। কমিটির চেয়ারম্যান ও সাবেক ইউএস প্রতিরক্ষা সচিব উইলিয়াম জে পেরি বলেন, আমরা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলো অনুভব করতে পারি কমিটমেন্ট ও সৃষ্টিশীলতা দিয়ে, যা এ শতকের বাস্তব প্রাপ্তি। এগুলোর কিছু হতে পারে, কিছু হওয়া উচিত এবং কিছু যতো তাড়াতাড়ি সম্ভব অর্জন করা দরকার। যে জিনিসগুলোর লিস্ট করা হয়েছে সেগুলো হলো :
* সোলার শক্তি উৎপাদন ও সরবরাহ
* ফিউশন থেকে শক্তি সরবরাহ
* উন্নত কার্বন পৃথককরণ পদ্ধতি
* নাইট্রোজেন সাইকল নিয়ন্ত্রণ
* নিরাপদ পানির নিশ্চয়তা
* উন্নত আরবান ইনফ্রাস্টাকচার
* অ্যাডভান্সড হেলথ ইনফরমেশন
* উন্নত ওষুধের ব্যবস্থা
* নিউক্লিয়ার সন্ত্রাস প্রতিরোধ
* রিভার্স ইঞ্জিনিয়ার দি ব্রেইন
* সাইবার স্পেসের নিরাপত্তা
* ভার্চুয়াল রিয়ালিটির বর্ধন
* অ্যাডভান্সড পার্সোনালাইজড শিক্ষা
* সায়েন্টিফিক আবিষ্কারের যন্ত্রের উন্নয়ন
কমিটি এগুলো কোনো র্যাংক অনুযায়ী সাজায়নি।
ইচ্ছা করলে আপনিও এগুলোর জন্য ভোট দিতে পারবেন এবং মন্তব্য করতে পারবেন। পরে চারটি মূল বিষয় বাছাই করা হবে যেগুলো মানবতার উন্নতি, বেচে থাকা, স্বাস্থ্য, অবিশ্বাস কমানো বেচে থাকার আনন্দের জন্য দরকার।
গুগলের কো-ফাউন্ডার ও কমিটির মেম্বার ল্যারি পেজ বলেন, ‘উন্নত প্রযুক্তি জীবন ধারণের জন্য অবিস্মরণীয় গুণগত উন্নতি এনেছে কৃষি এবং পণ্য তৈরিতে। আমরা যদি বড় চ্যালেঞ্জগুলোর ওপর ফোকাস করি তাহলে আমরা ভবিষ্যৎকে উন্নত করতে পারব। ’ ওই টিমের মধ্যে রয়েছে জেনেটিসিস্ট জে ক্রেইজ ডেন্টার, ফিউচারিস্ট র্যমন্ড কুরজওয়েল, নোবেল বিজয়ী মারিও মলিনা, ডিন কেমেন, এবং পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার।
তাদের ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর সব বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেয়া হবে এক বছর পর্যন্ত। পরে তা ৫০ জন গবেষক দিয়ে রিভিউ করা হবে। ইচ্ছা করলে আপনিও ভোট কিংবা মতামত পাঠাতে পারেন নিচের ওয়েবসাইটের মাধ্যমে
http://www.engineeringchallenges.org
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।