বাংলাদেশ ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ বলেছেন, বাংলাদেশ বহির্বিশ্বে মারাত্মক ইমেজ সংকটে ভুগছে। হরতাল, গুম, সংঘাত, মানবাধিকার লঙ্ঘনের মত ঘটনাগুলো গণমাধ্যমে প্রধান শিরোনাম হিসাবে প্রচার হওয়ায় কারণে এই সংকট তৈরি হয়েছে। আজ সকালে গুলশানের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে ইউ রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান আনা এসব মন্তব্য করেন। সাংবাদিক সম্মেলনে বলা হয়, এ অবস্থায় বিদেশিদের বিনিয়োগের জন্য আগ্রহী করা কষ্টকর। চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ জরুরি। সংসদ আলোচনার জন্য ভালো জায়গা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কার্যকর সংলাপ প্রয়োজন। ডেলিগেশন প্রধান আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। বৈঠকে ইউ দেশভুক্ত জার্মানী, ডেনমার্ক, ইটালি, সুইডেনের রাষ্ট্রদূত ও হাইকমিশনের দল একই মতামত দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।