আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ দুতাবাস, কুয়েত । জরুরী বিজ্ঞপ্তি।

এমন ভাবে আমাকে ব্লক করা হোক যেন ভিসিটর হয়েও ব্লগে আসতে না পারি। বাংলাদেশ দুতাবাস, কুয়েত জরুরী বিজ্ঞপ্তি অদুর ভবিষ্যতে অত্র দুতাবাস থেকে মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট ( Machine Readable Passport) ইস্যু করা হবে। মেশিন রিডঅ্যবল পাসপোর্ট আবেদনের জন্য নিন্ম লিখিত ডকুমেন্ট প্রয়োজন হবে। ১. বর্তমান পাসপোর্টের ফটো কপি। ২. ন্যাশনাল আইডেন্টিটি নম্বর অথবা জন্ম নিবন্ধীকরণ নাম্বার।

৩. পাসপোর্ট সাইজের ১ কপি ছবি। ন্যাশনাল আইডেন্টিটি নম্বর অথবা জন্ম নিবন্ধীকরণ নম্বর ছাড়া মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট জন্য আবেদন করা যাবে না। যাঁদেও ন্যাশনালআইডেন্টিটি নমÍ নেই, তাঁদের অবিলম্বে জন্ম নিবন্ধীকরণ নম্বও এর জন্য আবেদন করতে পরামর্শ দেয়া হচ্ছে। জন্ম নিবন্ধীকরণ নম্বর পাওয়া পরই আপনি কেবল মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। আপনার আবেদন আপনাকে করতে হবে, কোন অবস্থাতেই একজনের আবেদন আরেকজন করতে পারবেন না।

মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট এর ফী নিুরুপ। শ্রেণী ”ক” সারধারণ (২০ কার্যদিবস) এর মধ্যে পাসপোর্ট পেতে ফী দিতে হবে ( ৩০ দিনার ২৫০ ফিলস) জরুরী ( ১০ কার্যদিবস) এর মধ্যে পাসপোর্ট পেতে ফী দিতে হবে ( ৬০ দিনার ৫০০ ফিলস) শ্রেণ ”খ” সাধারণ ( ২০ কার্যদিবস) এর মধ্যে পাসপোর্ট পেতে ফী দিতে হবে ( ৯ দিনার ৫০০ ফিলস) জরুরী ( ১০ কার্য দিবস) এর মধ্যে পাসপোর্ট পেতে ফী দিতে হবে ( ৩০ দিনার ২০৫ ফিলস) আপনার আবেদনটি ঢাকায় প্রেরণ করা হবে। ঢাকা থেকে আপনার নামে জারীকৃত মেশিন রিডঅ্যাবল পাসপোর্টটি আপনি বিধারিত সময়ে দুতাবাস থেকে সংগ্রাহ করবেন। মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট আবেদনপত্র গ্রহণের তারিখ যথা সময়ে জানিয়ে দেয়া হবে। জু নিবন্ধীকরণ নম্বর ছাড়া যেহেতু মেশিন রিডঅ্যাবল পাসপোর্টের জন্য আবেদন করা য়াবে না, সে কারনে সময় নষ্ট না করে আজই জন্ম নিবন্ধীকরণ নম্বর এর জন্য অনতিবিলম্বে আবেদন করতে আপনাকে অনুরোধ করা হচ্ছে।

নাম সইকরতে না জনলে মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট এর জন্য আবেদন করা যাবেনা। তাই অবিলম্বে নাম সই করতে শিখুন। বাংলা ভাষায় নাম সই করতে পারলেই চলবে। মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিু দেওয়া নাম্বরে যোগাযোগ করতে পারেন। (নুরে হেলাল সাইফুর রহমান) কাউন্সেলর ও দুতালয় প্রধান ফোন নং মোবাইল- ০০৯৬৫-৯৪৯১৮৫২০ ল্যান্ড লাইন - ০০৯৬৫- ২৪৯১৩২০২ ন্যাশানাল আইডেন্টিটি কার্ড অথবা জন্ম নিাবন্ধীকরণ সনদ ছাড়া মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট এর জন্য আবেদন করা যাবে না।

যাঁদের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নেই, তারা দুতাবাস থেকে অস্থায়ী জন্ম নিবন্ধীকরণ সনদ সংগ্রহ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া নিুরুপ। ১ .http://br.lgd.gov.bd এই ওয়েবসাইট এর অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন অপশনে গিয়ে আবেদন করুন. ২. অনলাইনে আবেদন করা শেষ হলে একটি প্রিন্ট আউট নিন। ৩. অনলাইান আবেদনের পিন্ট আউট দুতাবাসে জমা দিন। ৪. ফটো কপিসহ মূল পাসপোর্ট জমা দিন।

৫. বিদেশে জন্ম গ্রহণকারী বাংলাদেশীর ক্ষেত্রে বাবা-মায়ের পাসপোর্ট ফটোকপিসহ জমা দিন। ৬. ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি জমা দিন। নির্ধারিত ফী ১. জন্ম নিবন্ধন = ১ দিনার ৫০০ ফিলস। ২. মৃত্যু নিবন্ধন = ১ দিনার ৫০০ ফিলস। ৩. তথ্য সংশোধন = ৫ দিনার ৫০০ ফিলস।

৪. জন্ম ও মৃত্যু সনদের ডুপলিকেট কপি = ২ দিনার ৭৫০ ফিলস। ৫. জন্মেও ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে ফী লাগে না। আবেদনর ৭ দিন পর আপনার জন্ম নিবন্ধীকরণ সনদ ইস্যু করা হবে। জন্ম নিবন্ধীকরণ সনদ পেয়ে অবিলম্বে মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট এর জন্য আবেদন করুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.