আমাদের কথা খুঁজে নিন

   

জোকারের আমার পছন্দের কিছু ডায়ালগের বাংলা ভাবানুবাদ

আরমান রশীদ “I believe… whatever doesn’t kill you simply makes you…stranger.” [নিৎসের একটা বাণীর জোকারীয় ভার্সন এইটা। নিৎসের বাণীটা ছিল, 'That which does not kill you makes you stronger.' যার মানে হল মানুষ কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে লাইফে আরও অনেক স্ট্রং হয়। যেটাকে জোকার একটু চেঞ্জ করে বলেছে যে তার লাইফের দুর্বিষহ অভিজ্ঞতা তাকে স্ট্রঙ্গার বানানোর পরিবর্তে আরও অনেক স্ট্রেঞ্জার বা ইনসেন বানিয়েছে!] "You… you… complete me.” [সমাজে ভাল-মন্দ একটা আরেকটার পরিপূরক। মন্দ জিনিস না থাকলে যেমন ভালর মর্ম বুঝা যায় না, তেমনি ভাল আছে বলেই ক্ষেত্রবিশেষে মন্দকে আলাদাভাবে চোখে পড়ে। সেই অর্থে ভাল বা মন্দ কখনই একটা আরেকটাকে ছাড়া পরিপূর্ণতা লাভ করে না।

] "Their morals, their code, they’re dropped at the first sign of trouble. They’re only as good as the world allows them to be. You’ll see, when the chips are down these civilized people will eat each other." [মানুষ আসলে নিজের স্বার্থ অনুযায়ী তাদের নীতি-নৈতিকতা ঠিক করে। স্বার্থে আঘাত আসলে কোন মানুষই নিজের নীতি-নৈতিকতা ত্যাগ করতে বিন্দুমাত্র সময়ও নিবে না। এবং নিজ স্বার্থের কারণে তারা অন্যের ক্ষতি করতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। ] "I’m not a monster, I am just ahead of the curve.” [ভাল-মন্দের সংজ্ঞাটা আসলে আপেক্ষিক। সেই অর্থে সমাজ যাদের খারাপ বলে মনে করে তারা আসলে খারাপ না।

তথাকথিত ভাল মানুষদের মত তারা নিজেদের ভেতরের মনস্টার বা হিপোক্রেসিকে লুকিয়ে রাখার চেষ্টা করে না বলেই তাদের খারাপ বলে মনে হয়। ] "You have nothing, nothing to threaten me with. Nothing to do with all your strength." [কথায় আছে না, 'ন্যাংটার নাই বাটপারের ভয়। ' এই কথাগুলা সেই অর্থেই বলা। আসলেই তো। যার কিছুই নাই, তার আবার হারানোর ভয় কিসের?] “I’m like a dog chasing cars, I wouldn’t know what to do if I caught one, you know, I’d just do…things.” [রাস্তায় মাঝে মাঝে কিছু কুকুরকে কোন কারণ ছাড়াই গাড়ির পেছনে ছুটতে দেখা যায়।

জোকার নিজেকে এই টাইপের কুকুরদের সাথে তুলনা করেছে। মানে সে কোন কাজ কেন করে, কিসের জন্য করে, পরবর্তীতে সেই কাজটার ফলাফলটাই বা কি হবে, এগুলা সে নিজেও জানে না, বা জানতেও চায় না। বিভিন্ন কাজ করার সময়কার আনন্দটুকুই তার কাছে মুখ্য। বাকি ভবিষ্যতে কি হবে না হবে, হু দা হেল গিভস আ শিট?] “Introduce a little anarchy, upset the established order, and everything becomes chaos." [আমরা যে সবসময় বিভিন্ন রীতিনীতি, নিয়মকানুন, প্ল্যান তৈরি করে নিজেদের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তার কতটুকু আসলে শেষ পর্যন্ত কার্যকর? বা আদৌ কি আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারছি? এই ব্যাপারগুলা আমরা খুব একটা চিন্তা করে দেখি না। কিন্তু তারপরও সবসময় বিভিন্ন নিয়মের বেড়াজালে আবদ্ধ করে নিজেদের জীবনকে আমরা জটিল করে তুলছি।

এই জন্যই মাঝেমধ্যে সোসাইটিতে 'জোকার' টাইপ মানুষদের আবির্ভাব হয় যারা সমাজের সব প্রচলিত নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের এগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। ] "Madness, as you know, is like gravity. All it takes is a little push!" [পাগলামি ঠিক যেন অনেকটা মাধ্যাকর্ষণ শক্তির মত। জায়গা মত হালকা একটু ধাক্কা দিলেই মাধ্যাকর্ষণ যেভাবে কাজ করা শুরু করে, তেমনি আপাত সুস্থ স্বাভাবিক কোন মানুষকেও সামান্য একটু উসকে দিলেই পাগল হওয়াটা তার জন্য সময়ের ব্যাপার মাত্র। ]  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।