আমাদের কথা খুঁজে নিন

   

জোকারের কাছে স্পেনের মহাতারকা নাস্তানাবুদ

পেশাদার টেনিসে ফার্স্ট বয় বনাম সেকেন্ড বয়ের লড়াইয়টা একপেশে হলো। সেকেন্ড বয় কার্যত উড়িয়ে দিল ফার্স্ট বয়কে। মিয়ামি ওপেনের ফাইনালে বিশ্বের ২ নম্বর নোভাক জকোভিচ স্ট্রেট সেটে হারিয়ে দিলেন শীর্ষস্থানে থাকা রাফায়েল নাদালকে।

টেনিস বিশ্বে জোকার হিসাবে পরিচিত জকোভিচ ৬-৩, ৬-৩ হারালেন স্পেনের মহাতারকাকে।

মাত্র ১ ঘণ্টা ২৩ মিনিট ধরে চলা ম্যাচে সব বিভাগেই নাদালকে ছাপিয়ে যান সার্বিয়ার টেনিস তারকা।

দু'জনের শেষ ২০টি সাক্ষাতে ১৩টিতেই জিতলেন জকোভিচ। পেশাদার টেনিসে হার্ড কোর্টে এই মিয়ামি সোনি ওপেনই হল সবচেয়ে বড় এটিপি টুর্নামেন্ট। এবার নিয়ে মোট চারবার এই খেতাব জিতলেন জোকার।

এই টুর্নামেন্টে নারীদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন সেরেনা উইলিয়ামস। ফাইনালে সেরেনা হারান চিনের লি না`কে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।