একজন নির্ভিক পুংটার কোন বন্ধু নেই। এটা হেফাজতে ইসলাম - Hefajote Islam এর ফেজবুক পেইজরে একটা ছবির কমেন্ট। কমেন্টকারী হেফাজতে ইসলাম লেখেনি, লিখেছে জামাতশিবির। জামাতশিবির জঙ্গী লেখাতে তাকে হেফাজতে ইসলামীর সমর্থকরা চরম গালাগালি করল। বিষয়টা দুঃখজনক। বুজরুকগন, আমার পোষ্টে ক্যাচাল না করে হেফাজতে ইসলাম - Hefajote Islam এর নির্দিষ্ট পেইজে গিয়ে ক্যাচাল করুন। ফায়দা হবে। সবাইকে হেফাজতে ইসলাম - Hefajote Islam জগতে স্বাগতম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।