ভুলের হিড়িক দেখতে চাইলে এসো এসো নোটবুক এবং লেখনী সঙ্গে করে একটা পৃষ্ঠাও তার থাকবে না খালি তালিকার ক্রম মেলাতে মেলাতে তিন আঙুলের ধারকে পড়বে দাগ আপাদমস্তকে ভুল দেখে দেখে ধাঁধা লেগে যাবে চোখে বিরক্তির বাহুল্যে জরিপ ছেড়ে ব্যতিব্যাস্ত হয়ে দিতে চাইবে ইস্তফা নির্ঘাত বলবে- এমন ভুলও কি মানুষ করে! ভুল সময়ে জন্ম যে জন নিতে পারে আজন্ম ভুল নামের পরিচয়ে যার বেড়ে ওঠা পদতল থেকে চুলের ডগা পর্যন্ত তার ভুল ছাড়া আর কিছু থাকা কি মানায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।