আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের উপর জরিপ ও জরিপ কারীর প্রশ্নের উত্তরে একজন

স্বাধীন দেশ হিসেবে চির দিন আমার দেশ বাংলাদেশ চির অম্লান থাকুক আর আমি আমার এই বাংলেদেশে স্বাধীন হিসেবে মরেত। সম্প্রিতি ৪জনের একটি দল আমাদের এলাকায় পুলিশের বিভিন্ন ব্যাপারের উপর জরিপ চালিয়েছিল। এদের মধ্য দু'জন তরুণ দু'জন তরুনী। এসুবাদে তারা একটি ঘরের মধ্যে রাত্রি যাপন করার সুযোগ পেয়েছিল। তাদের থাকার ব্যবস্থা করে দিয়ে ছিল একার জন প্রতিনিধি তার বাড়ির তার ভাই-এর ভিন্ন একটি ঘরে।

তারা কোন সংস্থা থেকে কোথা হতে এসেছে বা তারা পরস্পর সম্পর্কে কি হয় এত কিছু ওই প্রতিনিধি জানতে চাননি। জন প্রতিনিধির বাড়ির সদস্য হিসেবে আমি তাদেকে কয়েকদিন দেখেছি। শুনেছি এধরনের জরিপের কথা বলে অনেক তরুন তরুনী ইদানিং একসাথে রাত্রি যাপন করে। সে যা হোক না কেন। জরিফ যথারিতি কয়েকদিন পর্ষন্ত তারা চালিয়েছে।

মানুষকে পুলশের বিভিন্ন কায়ক্রমের উপর বিভিন্ন পর্যায়ের মানুসকে প্রশ্ন করে ছিল। উত্তরও পেয়েছিল। জরিপের অংশ হিসেবে একদিন একজন অর্ধশিক্ষত সাধারন মানুষকে পুলিশ সম্পর্কে কিছু একটা জিজ্ঞেস করলে লোকটি হুংকার দিয়ে বলে জানোয়ার!জানোয়ার!!জানোয়ার!!! এদের মা নেই, বাবা নেই, ভাই বোন আত্মীয় স্বজন বলতে কোন কিছু নেই। লোকটির কথা শুনে আমার ২৫/৩০বছর পূর্বের একটি ঘটনা মনে পড়ে যায়। ঘটনাটি হলো এ রকম- এক বৃদ্ধালোক তার জমিতে জমির ফসল নিড়াচ্ছিল।

এরই মধ্যে একজন পুলিশ এসে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল এই চাচা তুমি একানে কি কর? বৃদ্ধা উত্তর দিল আপনি দেখেন না আমি কি করি? পুলিশ রাগ হয়ে বলল জানো বুড়া আমি কে? আমি হলাম এই থানার বড় দারোগা। আমি এসেছি এই এলাকার একজন আসামী ধরতে। অমুকের বাড়িটা কোথায়? বৃদ্ধা কোন ভয় না পেয়ে অত্যান্ন ঠান্ডা মাথায় উত্তর দারোগাকে উত্তর দিল বাবা তোমার মত আমার একটা পাঠা আছে। সেও বুঝি মানুষের সাথে তোমার মত ব্যাবহার করে। ৩০বছর আগের কথা আর ৩০বছর পরের কথার মধ্যে মৌলিক পার্থক্য তেমন একটা নেই।

বর্তমান অবস্থা আরো মারাত্মক। তাই-ত বোকা শব্দের ইংরেজিই পুলিশ হওয়া উচিত ছিল! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.