আমাদের কথা খুঁজে নিন

   

জাপানের মনবুশো বৃত্তি ২০১৩, অনলাইনেই আবেদন করুন

অধরা সপ্ন গুলো ধরতে চাই, অদেখা সপ্ন গুলো দেখতে চাই জাপান সরকার কর্তৃক প্রদত্ত মনবুশো বৃত্তি পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ন একটি বৃত্তি। প্রতি বছরের মত এবছরও জাপান সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের কাছ থেকে মনবুশো বৃত্তির জন্য আবেদন চেয়েছে। মনবুশো বৃত্তি নিয়ে বাংলাদেশী ছাত্ররা জাপানে গিয়ে বিভিন্ন বিষয়ের উপর উচ্চশিক্ষা নিতে পারে। বিষয়ের সংখ্যা ও ধরণ অনেক। মানবিক, কলা, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, মেডিকেল সায়েন্স ইত্যাদি বিভিন্ন অনুষদের বেশ কিছু বিষেয়ে মনবুশো বৃত্তি নিয়ে পড়া যাবে।

এ বছর জাপান সরকার দুইটি পর্যায়ে মনবুশো বৃত্তি প্রদান করছে। একটি আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে পড়াশোনার জন্য। অপরটি মাস্টার্স ও পিএইচডি ডিগ্রীর গবেষনার জন্য। উভয় বৃত্তির সুযোগ সুবিধা প্রায় একই রকম কিন্তু যোগ্যতা আলাদা। মনবুশো বৃত্তি ২০১৩ এর জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা এবার অনলাইনেই আবেদন করতে পারবেন।

তবে আর দেরি কেন? এখনই আবেদন করুন মনবুশো বৃত্তির জন্য। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদনের জন্য নিচের লিন্কে যান: মনবুশো বৃত্তি ২০১৩ (আন্ডার গ্রাজুয়েট) মনবুশো বৃত্তি ২০১৩ (মাস্টার্স ও পিএইচডি গবেষনা) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।