আমাদের কথা খুঁজে নিন

   

জাপানের ডায়েরী-১৬!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আবার সাইকেল প্রসঙ্গ! জাপানে গনহারে সাইকেল ব্যবহৃত হয়! ঢাকা শহরে যেমন রিক্সা জাপানেও তেমন অবস্থা ( অবশ্য মেইন রোডে না), বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাইকেল দেখলে ঢাকার রাস্তায় রিক্সার কথা মনে হয়! অবশ্য মোটরবাইকও চলে! নতুন আসার পর সাইকেল নিয়ে যে জিনিসটা চোখে পড়ল, তা হল এদের সব সাইকেলগুলো আমাদের দেশীয় ভাষায় যেটা লেডিস সাইকেল বলে, এমন! মানে সামনে পা দিয়া সিটে চড়া যায়! আর একটা চোখে পড়ার মত, তা হল মায়েদের সাইকেলে করে বাচ্চাদেক নিয়ে চলাচল! অবশ্য এজন্য বিশেষ বেবি কেরিয়ার আছে, যেসব মা, বাচ্চাদেক সাইকেলে নিয়ে থাকেন! আমি এখন পর্যন্ত এক মহিলাকে ৩টা বাচ্চা নিয়ে সাইকেলে চড়তে দেখেছি! আর বাচ্চাগুলোও দেখলাম সাইকলে চুপ মেরে আছে, আমাদের দেশীয় বাচ্চাদের মত ক্যাঁ-ক্যুঁ : নাই! একেকটা বিজ্ঞের মত বসে আছে, যেন একেকটা হোন্ডা কোম্পানীর আসিমো রোবোট! এখানেই আমাদের পিচ্চিগুলোর সাথে জাপানীজ পিচ্চিদের তফাৎ! আমাদের পিচ্চিগুলো যদি হাঁটতে পারে আর কথা বলতে পারে, তাহলেতো কথায় নাই, সারাবাড়ি মাথায় তুলে ফেলবে, আশেপাশের লোকজনও বুঝবে, যে বাসায় বিচ্ছু আছে । যাহোক আমার কাছে অবশ্য দেশী গুলানই ভালা লাগে, একটু ক্যাঁ-ক্যুঁ করলে ভালোই লাগে যাহোক এবার আপনাদের জন্য একটা সাইকেলের ছবি দিলাম, যেটাতে ২টা বেবী নেয়া যাবে, আর চেষ্টা থাকবে ৩টা বেবী নিয়ে চলার মত সাইকেলের ছবি আপনাদের সাথে শেয়ার করার..............
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।