আকাশ ছোঁয়া আর হলো না।
পেপার ডকুমেন্টস থেকে অনেকেরই লেখা কপি করতে হয় কম্পিউটারে। এ এক বিশাল যন্ত্রণা। কীবোর্ডে যাদের স্পীড কম তাদের জন্য মহা বিড়ম্বনার ব্যাপার এটি। এক পৃষ্ঠা লেখে কপি করতে ঘন্টা খানেক লেগে যাওয়াটাও বিচিত্র নয়।
যদি এমন হয়, লেখাটার ছবি তুললেন আর সাথে সাথে তা এডিটেবল টেক্সট হয়ে গেল?? মজার না? পৃষ্ঠার পর পৃষ্ঠা টাইপ করা থেকে বাঁচবেন যদি আপনাট আইফোনে ইমেজ টু টেক্সট কনভার্টরটি ইনস্টল করা থাকে।
অ্যাপ্লিকেশনটির নাম Skootch
এটি ফ্রিতে পাওয়া যাবে আইফোন অ্যাপস্টোরে। ডাউনলোড করে নিন তারপর যতখুশী তত ইমেজ স্ক্যান করতে থাকুন। স্ক্যান করা টেক্সট অটোম্যাটিকলি আপনার দেয়া ইমেইল অ্যাড্রেসে চলে যাবে।
অ্যাপলিকেশনের লিংক পেতে ভিজিট করুন টেকনোরিপোর্টস২৪ ফেসবুক পেজ।
ভালো লাগলে লাইক করুন পেজটি আরো আপডেট্স পেতে।
সবাইকে ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।