আমাদের কথা খুঁজে নিন

   

তাইলে শুনেন আইলসামীর কথা

আইলসামী কারে কয় আপেনরা কি জানেন? তাইলে শুনেন আইলসামীর কথা। আড়াই মাস আগে একটা ফেলোশিপের জন্য বিজ্ঞাপন দিছে। নরওয়ের একটা প্রতিষ্ঠান। আড়াই মাসের মধ্যে এ্যপ্লাই করার কথা। আইজকা রাইত বারোটায় সময় শেষ।

আমি এখনও এ্যপ্লাই করতে পারি নাই। খুব যে হাতি ঘোড়া মারি, তা-ও না। এই আড়াই মাসে একদিনের জন্যও ভুলি নাই যে, আমারে এ্যপ্লাই করতে অইবো। কিন্তু করা অয় নাই। কতোবার যে খুব কইষষা বইলাম যে--আইজকাই করুম।

কিন্তু করা অয় নাই। আমি কী খুব আইলসা? বুইজতাম পাইচ্ছি না। তবে আইজ রাইত বারোটার আগে এ্যপ্লাই করুমই করুম। রাইত বারোটার আগে কম্পু ছাইড়া উডুম না। কারেন গেলেও না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.