আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক পেজ লাইক এর মাধ্যমে টাকা আয়

ফেসবুকে পেজ লাইক করে আয় করা যায়। আপনিও করতে পারেন................... যদি শুরু করতে চান তবে এখানে একাউন্ট খুলে শুরু করতে পারবেন http://www.fanslave.net/ref.php?ref=281866 কাজ শুরু করতে কোন টাকা লাগবে না। প্রতি পেজের জন্য ৩ থেকে ১৪ কেডিট। ১ কেডিট=০.০০৫ ইউরো। ৩০০০কেডিট=১৫ ইউর হলে Alertpay এর মাধ্যমে তুলতে পারবেন প্রথম দিক থেকেই শুরু করি এখানে আয় হবে শুধু পেজ লাইক করে।

এটাই হল আপনার কাজ পেজ লাইক করা। এ জন্য কেডিট পাবেন। প্রতি পেজ লাইকের জন্য সর্বনিম্ন ৩ থেকে ১৪ কেডিট পাবেন। ১ কেডিট=০.০০৫ ইউরো। আপনার আসল কাজ হল পেজ লাইক করা।

এ জন্য আপনাকে 'Your Account>facebook overview' নামক অপশনে ক্লিক করতে হবে। সেখানে পেজের নিচে কেডিট সহকারে দেখতে পাবেন। এগুলোতে ক্লিক করে লাইক করবেন। একটা থাকলে একটাই লাইক করেন। এরপর 'update' লেখাতে বা credits update এ ক্লিক করবেন।

তখন এগুলো আপডেট হবে। আপডেট হলে কেডিট যুক্ত হবে। দিনে মোট ১২ টি পেজ পাওয়া যায়। সবগুলো এক সাথে পাওয়া যায় না। কখনো ২টা,বেশিরভাগ ১টা পাওয়া যায়।

আর আপনার রেফারেল লিঙ্ক এর মাধ্যমেও কেডিট পাবেন । এই সম্পর্কে আরও বিস্তারিত জানাবো । আপনার মনে প্রশ্ন জাগতে পারে পেজ লাইক করলে তারা টাকা দেবে কেন? যে পেজগুলো লাইক করবেন এগুলোর মালিক বড় বড় কোম্পানী,প্রতিষ্ঠান ইত্যাদি। তারা পন্যের বিঞ্জাপন দেয়ার জন্য ফ্যান কিনে নেয়। ১০০ ফ্যান বা ১০০০ কেডিট কিনতে তাদেরকে ৪৯ ইউরো দিতে হয়।

অথচ এই সাইটি আপনাকে ১০০০ কেডিট দিলে হবে মাএ ৫ ইউরো। তাদের ৪৪ ইউরো লাভ হলো। Buy credits অপশনে ভালভাবে বুঝতে পারবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.