আমাদের কথা খুঁজে নিন

   

অক্টাভিও পাজ'র কবিতা - পথ (অনুবাদ)

ঘর! ফেরা হয়নি আমার ঘর! এই যে দীর্ঘ, স্তব্ধ পথ। ঘোরের মধ্যে হাঁটি, হোঁচট খাই, গড়িয়ে পড়ি, উঠে দাঁড়াই, অন্ধের মত চলি, পায়ের তলা মাড়িয়ে যায় নীরব পাথর আর শুকনো ঘাস। আমার পেছনে কেউ একইভাবে পেরুলে পাথর আর ঘাস: আমি থামতেই, সেও থামে; দৌড়োতেই, সেও দৌড়োয়, ঘুড়ে দেখি: কেউ না। সবকিছু অন্ধকার, দরজাহীন শুধু পায়ের শব্দ অস্তিত্তের সাড়া দেয়, এইসব প্রান্ত ধরে আমি ঘুড়ছি তো ঘুড়ছিই যা চিরতরে পথের দিকে চলে গেছে যেখানে কেউ অপেক্ষা করেনা, পিছু হাঁটেনা, যেখানে আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যে হোঁচটের পর উঠে দাঁড়িয়েছে, আমার দিকে তাকিয়ে বলছে: কেউ না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।