আমাদের কথা খুঁজে নিন

   

অক্টাভিও পাজের পিছু পিছু :

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।


Last Dawn
Octavio Paz

তোমার চুলেরা অরণ্যে ডুব দেয়,
পায়ের পাতাগুলো ছুঁয়ে যায় আমায়।
ঘুমবতী, রাতকে হারিয়ে দাও নিবিড় কোরাসে
আর স্বপ্নেরা আকক্ষ আটকে পড়ে শ্বাস।
কতখানি আমরা কে কতখানি সীমান্ত মানুষ?
খোলসের মাপে বেহাত ছড়িয়ে যায়
এলেবেলে স্বপ্নের পাখিরা,
ও ধারে প্রেতাত্মায় ঠাঁসা ভুতগাড়ি চলে যায়
উঠোন গড়িয়ে।
ফিরতি নদী হবে বলে -
নদীর সীমানা ভাঙ্গে নদী,
ফের কাল কি হবে আবার, অন্য কোনদিন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।