প নিচের সুন্দর কথাগুলি একটা বিখ্যাত বইয়ের বাংলা অনুবাদ থেকে নেওয়া-----
### মরুভুমি হলো এক উর্বশী নারী, যে মাঝে মাঝে পাগল বানিয়ে ছারে মানুষকে।
### স্বপ্নকে অসম্ভব করে তুলে একটা ব্যাপার : ব্যার্থ হবার ভয়।
###সাধারনত মৃত্যুর হুমকি মানুষের মনে বেঁচে থাকার আশা বাড়িয়ে তুলে।
### যখন কেউ অন্যের লক্ষে হস্তক্ষেপ করে তারা কখনো নিজেরটুকু পূরন করতে পারেনা।
### সূর্য উদিত হওয়ার আগের প্রহরই সবচেয়ে বেশী অন্ধকার।
### শিক্ষার একটাই পথ । কাজের মাধ্যমে।
### মানুষের মুখে যা ঢুকে তা খারাপ নয়, মুখ থেকে যা বের হয় তা খারাপ।
### মানুষ যাতে গাছের মূল্য দেয় এজন্যই হয়তো আল্লাহ মরূভূমি সৃষ্টি করেছেন।
### প্রাকৃতিক শক্তির সামনে কথা বেরুতে চায়না মুখ থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।