আমাদের কথা খুঁজে নিন

   

কি অবস্থা দেখেনতো


বাসে করে যাচ্ছিলাম কুষ্টিয়া, আমাদের বাসের সামনে সামনে চলছিল বি.আর.টি.সির একটা বাস (ছবিতে) । চলতে চলতে হঠাৎ ২ বাসের মধ্যে দুরত্ব আশংকাজনক ভাবে কমে গেল, কষে ব্রেক করে কোনমতে আমাদের ড্রাইভার সংঘর্ষ থেকে আমাদেরকে রক্ষা করলেন। এমন হবার কারণ কি?? কারণ BRTC বাসের কোন ব্যাক লাইট বা সিগ্নাল লাইট নাই। তাই সামনের বাস যখন ব্রেক করেছে তখন পেছনের ব্যাক লাইট জলেনি, জ্বলবে কি ওটাতো বহু দিন থেকেই ভেঙ্গে গুড়ো হয়ে আছে । ফলে আমাদের চালক তাৎক্ষনিক ভাবে ব্রেকের বিষয়টা বুঝতে পারেনি। এভাবে সরকারি গাড়ি যদি ফিটনেস ছাড়া রাস্তায় দিনের পর দিন চলতে থাকে, যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে । এগুলো দেখার কি কেউ নেই ????? !!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।