i love my country সন্মানিত ভাইয়েরা দৈনিক একবারও কি আমরা এই বিষয়টি নিয়ে ভাবি? * * * * قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ তাদের বলো, যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাও তা তোমাদের কাছে আসবেই তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন৷ তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করছিলে৷ (সুরা জুমুয়া আয়াত-৮) কবি বলেন মরন থেকে যতই লুকাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও তুমি লুকিয়ে বেড়াও সুদুর আঁকাশ সেথায় লাগিয়ে সিড়ি। আসুন মৃত্যু নামক প্রকাশ্য সত্যকে নিয়ে আমরা একটু ভাবি, নিজেকে অবসম্ভাবী ক্ষতির হাত থেকে রক্ষা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।