আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ: সমস্যাই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ সমস্যা সব দেশেই আছে। কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে সমস্যার অন্ত নেই। আর অন্তহীন সমস্যাই রাজনীতিজীবিদের জন্য পোয়া বারো। বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরপরই বলেছিলেন," ১৯৬৭ সালের সীমানা অনুযায়ীই ইসরাইল প্যালেষ্টাইন সীমানা নির্ধারন হবে। কিন্তু ওই পর্যন্তই! দ্বিতীয়বার তিনি ও কথা বলেননি।

কারন তার উপদেষ্টারা নিশ্চয়ই বুঝিয়েছে পারস্যের ইরান এবং মধ্যপ্রাচ্যের ইসরাইল ও প্যালেস্টাইনের মধ্যকার সমস্যা জিইয়ে রাখতে না পারলে এমেরিকা ক্ষতিগ্রস্ত হবে। সমস্যা সৃষ্টি করে রাজনীতিক দলগুলো ক্ষমতায় য়ায়। সমস্যা না থাকলে সমস্যা সৃষ্টি করে দলগুলো ক্ষমতায় যাওয়ার পথ তৈরী করে। এমনকি ক্ষমতায় টিকে থাকার জন্যেও সমস্যা সৃষ্টি করতে হয়। জনগন কতোটা কষ্ট পায় কতোটা বিপদে আছে বা অর্থনৈতিকভাবে দেশ কতোটা ক্ষতিগ্রস্থ হচ্ছে সেদিকে কেউ খেয়াল করে না।

কারন ক্ষমতাই তাদের লক্ষ্য জনগেনর শান্তি নয়। সমস্যাকে পুঁজি করে, জনগনের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এ্যাডভান্টেজ নেয় রাজনৈতিক দলগুলো। অনেক বড় সমস্যাও সবার জন্য সমস্যা নয়। কারো পৌষ মাস কারো সর্বনাশ বইতেই পড়েছিলাম। নদীর একপাড় ভাঙ্গে তো অন্য পাড় গড়ে।

কানাডাতে যখন দিন বাংলাদেশে তখন রাত। অষ্ট্রেলিয়াতে যখন শীত ভারতে তখন অসহ্য গরম। দেশের বৃহত্তর জনগন যখন কষ্ট পায় মুষ্টিমেয় রাজনীতিজীবি তখন সুখের সাগরে ভাসে! এভাবেই প্রকৃতি তার ভারসম্য রক্ষা করে! প্রকৃতি সমাজতন্ত্রে নয় গনতন্ত্রে বিশ্বাস করে। তাই সকলে সমান সুযোগ বা সুবিধা ভোগ করতে পারে না। একজনে দাস হলে অন্য জনে প্রভূ।

এত কিছুর পরেও বলবো- একে অন্যের পরিপূরক। যে সম্পর্কে দুই পক্ষেরই লাভ হয় সে সম্পর্কে লাভ। যে সম্পর্কে দুই পক্ষের লাভ হয় না সে সম্পর্ক কখনো টেকে না। সংঘাত, অশান্তি অনিবার্য। আর রাজনীতি হলো," জনগনের কল্যাণে নি:স্বার্থভাবে নিজেকে উৎসর্গ করার নাম"।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.