(এই পোস্টটি যখন করি তখন আমি সেফ ছিলাম না, তাই আবার দিলাম, সময় হলে পড়বেন)
কেউ যখন কাউকে প্রশ্ন করে 'আপনি কেমন আছেন?' খারাপ থাকি বা ভাল থাকি আমরা বলি 'ভালো আছি। ' কিছু কিছু মানুষ আছেন তারা বলেন- এই তো আছি এক রকম। আবার কেউ বলে- আল্লাহ যেমন রেখেছেন। কেউ কেউ কায়দা করে বলেন-- এইতো যেমন দোয়া করছেন।
আসলে আমরা সবাই ভাল আছি না খারাপ আছি এটা বলা খুব কঠিন।
আসলে ভাল আছি না মন্দ আছি তাতো নিজেও বুঝি না। রাস্তায় বের হলে ফিরবো কিনা জানিনা। আমার তো পেশাগত কাজে প্রতি সপ্তাহে কখনো কখনো হাজার কিলোমিটার চলতে হয়। এতো সড়ক দুর্ঘটনা, ট্রাফিক জাম, খারাপ বা ভাল রাস্তা সব কিছু মিলিয়ে বিড়ম্বনার শেষ নেই।
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কত তাজা প্রাণ ঝরে যাচ্ছে, আমিও একদিন এই তালিকায় উঠবো কিনা জানিনা।
এরকম একটি শংকা নিয়েই চলাফেরা করি প্রতিদিন।
সারোয়ার রুণি নিজ ঘরে খুন হলো। রাস্তায় না বের হলেও নিরাপদ থাকবো কিনা জানিনা। নিজের ঘরটাওতো নিরাপদ নয়। গণতন্ত্রী পার্টির নেতা নুরুল ইসলাম ভাই তো নিজের ঘরেই নিহত হলেন? কিছু কি হলো?
এখন মাসে যা উপার্জন করি তাতে মাস চলে না।
একটি মাস শেষ হতে না হতেই ভাবতে হয় পরের মাস কিভাবে যাবে। মধ্যবিত্তের মন হাত পাততেও পারে না আবার চুরি করারও রুচি হয় না। সততাকে কোনো গুণ বলে মনে হয় না এখন। বরং মনে হয় সমাজে টিকে থাকার জন্য যে যোগ্যতা দরকার তা হয়তো আমাদের মতো অনেকেই অর্জন করতে পারে নাই।
অনেকদিন আগে টেলিভিশনের উপমহাপরিচালক মাহবুব ভাই আমাকে একটু ব্যঙ্গ করেই বলেছিলেন ' এতোদিন ধরে টিভি প্রোগ্রাম করেন কিন্তু কি করতে পারলেন? অনেকে তো নাম যশ খ্যাতি অর্থ অর্জন করে ফেললো, আপনার কি হলো?' উত্তরে একটু বিনয়ের সাথে বলেছিলাম ' আমার কোনো বদনাম হয় নাই, এবং এটিই আমার অর্জন।
টেলিভিশনের বর্তমান উপমহাপরিচালক ফরিদুর রহমান বললেন- এটা অনেক বড় অর্জন।
কিন্তু এই অর্জনে কি হলো? তারপরও কি ভাল থাকছি। দেশ সমাজ কি ভাল থাকতে দিচ্ছে?
এই জন্য আজকাল বলি 'আমি ভাই থাকা বাদ দিয়েছি, যে অবস্থা তাতে আর থাকা যায় না। '
তারপরও যখন গ্রামে যাই, কৃষকের সাথে কথা বলি- অনেক ভাল লাগে। বগুড়ার কৃষক হাতেম ভাই নিজের বাগানে ফল উঠলে আমাকে না দিয়ে খান না।
আমিন বাজারের হাবুল ভাই নিজের মাঠের সবজি নিয়ে আসেন। গাইবান্ধার কাদের ভাই খেতের তরমুজ আজ চিবিয়ে খাওয়ার আখ তুলেই দেন গাড়ীতে। দাম দিতে গেলে রাগ করেন।
এই ভালবাসাই সম্পদ। ভাল না থাকলেও কেবল এদের জন্যই বলতে হয় 'ভাল আছি' কারণ আমরা ভাল না থাকলে তো এই সরল মানুষদের কি হবে।
তাই যতটুকু ভাল আছি সেটাতো এদের জন্যই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।