আমাদের কথা খুঁজে নিন

   

আমার থাকা না থাকা

আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।

আমি না থাকলে ও সূর্য উঠবেই পূবদিকে আর পশ্চিমে যাবে হেলে। আমি না থাকলে ও ভোরের পাখীদের কিচির মিচির পাখা ঝাপটানো ভালবাসাবাসি একই রকম। আমি না থাকলে ও জানালায় মানিপ্লান্ট অর্কিডের বিমর্ষ বেড়ে ওঠা। আমি না থাকলে ও তোমার উঠোনে পূর্ণিমার আলো এক পা দু’পা ঘরের কাছে।

আমি না থাকলে ঘর বাড়ী সব এলোমেলো পাগল পাগল । আমি না থাকলে বাথরুমে সব জমানো কাপড় এক দুই তিন। আমি না থাকলে গোমড়ামুখে বাচ্চাগুলোর দীর্ঘসময় বাসায় থাকা। আমি না থাকলে টাপুর টুপুর বৃষ্টিপড়া একই তালে ব্যঘাতবিহীন সুখনিদ্রা দীর্ঘ দুপুর। আমি না থাকলে চিরচেনা শব্দগুলোর অনুচ্চারণ অল্পচ্ছেদে নতুন মুখে আবার গড়ন।

আমি না থাকলে বুকের স্বপ্ন বুকেই ক্ষরণ অন্তবিহীন স্বপ্নগুলোর বুকেই মরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.