আমাদের কথা খুঁজে নিন

   

তোমার থাকা আর না থাকা

সকাল হয় প্রতিদিনই এক নতুন আশার আলো নিয়ে তুমি আসবে বলে নিরাশার সূর্যাস্ত নেমে আসে আমার আকাশ কালো হয়ে তুমি আসনা না বলে। ঘর ভরা দরজা আমার তবু ঢোকার পথ পাই না সবগুলো জানালা খুলে রাখি তবুও ঘরে আলো আসে না তুমি ছাড়া, শুধু তুমি নেই বলে। পূব-পশ্চিম উত্তর-দক্ষিণ, আকাশের সব সীমানায় মেঘের ছায়া নেই কোথাও, তবু বিদ্যুৎ চমকায় তুমি এলে, শুধু তুমি এলে। সূর্যের সাথে হয় আলাপন মধ্য দুপুরে চাঁদের সাথে কথপোকথন প্রতি জ্যোৎস্না রাতে তোমাকে নিয়ে, শুধু তোমাকে নিয়ে। জ্যৈষ্ঠের কাঠফাটা দুপুরে আগুন হলকায় তারি মাঝেও কোথা থেকে আসা এক দমকা হাওয়া শরীর জূড়ায় তোমার দেখা পেলে, শুধু তুমি চলে এলে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আকাশের সাথে মেঘের কানাকানি দুর্যোগ নেমে আসে পৃথিবী জুড়ে আর বজ্রের হানাহানি তোমার দেখা না পেলে, শুধু তুমি চলে গেলে। আশার আলো ভাসে মেঘের ভেলায় চড়ে শুধু তুমি আসবে বলে নিরাশার কান্না বৃষ্টি হয়ে ঝরে পড়ে শুধু তুমি আসনা না বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.