আমাদের কথা খুঁজে নিন

   

হাস্যকর মিথ্যাচারে ভর্তি জঘন্য একটি প্রবন্ধ জন্ডিস আক্রান্ত আবদুল কাইউমের।

৭১ এর শহীদ জিয়া লও লও লও সালাম আওয়ামী লীগ এবং বিম্পি কোন পথে এই শিরোনামে আজ একটি প্রবন্ধ লিখেছেন জন্ডিস আক্রান্ত সাঙ্গাতিক কাইউম সাহেব, বেশ রসিক মানুষ তিনি প্রথমেই এটুকু বলে নিচ্ছি, আচ্ছা পাঠক বল টেম্পারিং তো বুঝেন নিশ্চয়ই আজকে আপনাদের দেখাই সংবাদ টেম্পারিং কিভাবে করা হচ্ছে... উনি অনুচ্ছেদের এক জায়গায় বলেছেন, এই সরকারের আমলে অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জনশক্তি রপ্তানি এবং পোশাক শিল্প। আসুন কিছু তথ্য জেনে নেয়া যাক এবার। [১] শিক্ষা ক্ষেত্রে উন্নতি হয়েছে কিভাবে? দেশের পাঠ্য বই গুলোর কন্টেন্টে মনগড়া কথা লিখে? লক্ষ লক্ষ এ প্লাস প্রাপ্ত ছেলেমেয়ে দেখিয়ে? এই এ প্লাস প্রাপ্ত বিশাল অংশ কি আসলেই এ প্লাস পাওয়ার যোগ্য? একটা উপপাদ্য বানিয়ে দিলে তার সমাধান তো এরা করতে পারবে না, একটা সম্পাদ্য দিলে বলবে ভুলে গেছি, কিংবা আরো অনেক কিছুই আছে যা দিয়ে বুঝা যায় এরা আসলে ওটা পাবার যোগ্য নয়, একটা ভালোমানের শিক্ষা নীতি কি আমরা পেয়েছি? উপরন্তু পরীক্ষার্থীদের যেভাবে হ্যারাজ করেছে এই সরকার সেটা সবাইই জানেন, কওমি ভিত্তিক শিক্ষা কার্যক্রমকে মূল ধারার সাথে কি এরা আনতে পেরেছে? পিছিয়ে পড়ছে আমাদের বিশাল জনগোষ্ঠী। আর তারা দেশের সরকারী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ের হাতে তুলে দিচ্ছে অস্র। সোনার ছেলে।

এইই হচ্ছে শিক্ষা ক্ষেত্রের উন্নতি। [২] স্বাস্থ্য, গ্রামীন হেলথ কমপ্লেক্স গুলোতে কেউ ই গিয়েছেন শীঘ্রই? সরকারী হাসপাতাল গুলোতে পর্যাপ্ত পরিমান ওষুধ নাই, ডাক্তার আসেন না, বিশাল বিজি, আর ফ্যামিলি প্লানিং অফিস গুলোতে কর্মীদের বেতন দেয়া হয় না ঠিক মতো, একটু খোজ নিন জানতে পারবেন তাদের কার্যক্রম এখন স্থগিত। তাহলে তারা কিভাবে গ্রামিন নারীদের স্বাস্থ্য সুরক্ষা দিবে? কিভাবে সেই সব গ্রামীন মহিলারা শিশুদের ঠিক ভাবে যত্ন নিবে? কিংবা দেশের জনসঙ্খ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এপোলো তে চিকিৎসা নেয়া আবদুল কাইউম সেসব কিভাবে টের পাবেন? অতি সম্প্রতি বাচ্চাদের টিকা কার্যক্রমে যেসব অনিয়ম হয়েছে সেসব কই যাবে বলেন? [৩] মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে নতুন করে জনশক্তি রপ্তানী সেই কবেই মুখ থুবড়ে পড়েছে আর আমাদের দিপু খুনি আছেন ভারতের বিভিন্ন ইন্সটিটিউটে লেকচার দেয়া নিয়ে বিজি, তার এসব নিয়ে মাথা ঘামাবার সময় কই? অতি সম্প্রতি মালয়শিয়া এবং থাইল্যান্ডে যেসব নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তার সব টুকুই আমাদের বেসরকারী প্রতিষ্ঠান গুলোর অবদান। এখানে সরকারের কোনো ভুমিকাই নাই।

কাইউম সাহেব দেখি বানোয়াট কথা বলতে ওস্তাদ। [৪] কৃষিতে অগ্রগতি হয়েছে কিছু, সেটি মতিয়া চৌধুরীর অবদান কিন্তু এই কৃষির সেচ ব্যবস্থা করতে গিয়ে কোটি কোটি টাকার অপচয় করেছে এই সরকার, তারা কুইক রেন্টালের পিছনে প্রচুর দুর্নীতি করে অতঃপর কৃষিতে সাফল্য দেখাতে পেরেছে। [৫] ২৪০০ কোটী টাকার পোশাক রপ্তানি আদেশ ফেরত গিয়েছে। কেন? কিভাবে? বিভিন্ন কারখানায় আগুন, কর্মী মারা যাচ্ছে, কোনও বিচার হচ্ছে না। এই হচ্ছে উন্নয়ন।

জন্ডিস আক্রান্ত এই ব্যক্তি ভিন্ন এক অনুচ্ছেদে বলেছেন, আমাদের দেশের প্রধান দুই দল যদি রাজনৈতিক বাস্তবতা না বুঝে তাহলে দেশ শেষ হয়ে যাবে, আচ্ছা বিম্পি গত তিন- চার বছরের দেশকে অস্থিতিশীল করার জন্যে কি কি কর্মসূচী দিয়েছে? - তাদের নেতা গুম হয়ে যায়। - তাদের নেতা কর্মী গুপ্ত হত্যার শিকার হচ্ছে। - তাদের নেতাদের জেলে পুড়ে দিচ্ছে। - জিয়া পরিবারের নামে মিথ্যা মামলা দিচ্ছে। অথচ প্রমান করতে ব্যর্থ হচ্ছে।

- তাদের প্রধান কার্যালয়ে সন্ত্রাসীদের মতো হামলা। - তাদের কর্মসূচিতে গুলি করছে। - বিরোধী দলের চিফ হুইপ কে জনসন্মুক্ষে হত্যার চেষ্টা করে? আর উনি কিনা রাজনৈতিক বাস্তবতা শেখাচ্ছে বিম্পি কে? হোলি শিট ম্যান, একটা গনভোটের আয়োজন করতে বলেন আপনার নেত্রীকে সাহস থাকলে, এই দেশের মানুষ তত্ত্বাবধায়ক চায় নাকি চায় না। আর আপনি কি না বলেন, আলোচনা হবে অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে? এইখানে কিভাবে আলোচনা হবে? বিরোধী দলের নেতারা কই এখন? তারা তো সব জেলে। আপনি রাজনৈতিক বাস্তবতা কাকে শেখাচ্ছেন? যান না আপনার এই ঢাকা কেন্দ্রিক সরকারের প্রধান নেত্রীকে বুঝান।

নয়তো শুধু গদি নয় সাথে আরো বড় কিছুই হারাতে হতে পারে। এবার আপনাদের ঐ প্রবন্ধের চিত্রটা দেখতে অনুরোধ করবো, পাঠক দেখুন কিভাবে শেখ হাসিনার মাথার ঘোমটা বাড়িয়ে এবং খালেদা জিয়ার মাথা থেকে হুডটা খুলে দেখানো হয়েছে, কি প্রমান করতে চায় পুত্তুম আলুর মুতি চুর? শেখ হাসিনা খুব মুসলমান আর খালেদা জিয়া ধর্ম কর্ম মানেন না এইরকম কিছু? কেন এতো অসংগতি আপনাদের লেখায়। তীব্র ধিক্কার তো কম হয়ে যাবে আপনাদের জন্যে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।