আমাদের কথা খুঁজে নিন

   

হাস্যকর সব বানী:

“আমি হয়তো আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন”। - শেখ হাসিনা >“আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে”? - শেখ হাসিনা > “দেশের পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভালো” সাহারা খাতুন। >“বেশী করে আলু খান, ভাতের উপর চাপ কমান”-মইন ইউ আহমেদ। >“শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি”-আবুল মাল আব্দুল মুহিত > “আপনারা কম খান কোন সমস্যা থাকবেনা” -ফারুক খান।

>“একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে”-আবুল মাল আব্দুল মুহিত। >“দূর্ঘটনার জন্য চালকরা দায়ী নন” । -শাজাহান খান >“সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই'' - আবুল হোসেন >“অপরাধী ধরতে গেলে দু-চারটা লাশ পড়ে গেলে অপরাধ হবে না”। (নাম মনে নেই) >“ইভটিজিং করতে হবে সীমার মধ্যে থেকে”- জনৈক পাতি নেতা >“জিয়া মুক্তিযুদ্ধ করলেও মন থেকে করেন নি”- মতিয়া চৌধুরি > “পেঁয়াজ না খেলে কি হয়?” -ফারুক খান > “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা”। -সাহারা খাতুন > "আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশে শান্তি থাকে।

আর এখন কৃষক কে আর সার খুজতে হয়না, সার ই কৃষক কে খুজে" -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী > " আপনাদের ড্রাইভারের দোষ ছিল , সে ওভারটেক করতে গিয়েছিল " -আবুল হাসান > নোবেল পুরষ্কার পাতেল গ্যাস জ্বালানী নিয়ে আন্দোলন কারী আনু মুহাম্মদরা হলো টোকাই-----সংসদে/পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ। > জয়নাল হাজারীর মতো ভালো মানুষ কমই আছে-----আব্দুল গাফ্ফার চৌধুরী। > আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়--শেখ হাসিনা। >বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন--স্বরাষ্ট্র পাতিমন্ত্রী টুকু। > যাদের চেহারা সুরত ভালো না, তারাই বোরখা পড়ে-----প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকী > শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করেননি কোনোদিনও---পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি।

> আমরা যারা রাজনীতি তাদের মাথা ঠিক রাখার জন্য মাঝে সেক্সের দরকার হয়, তাই এই ধর্ষণ------জনৈক ছাত্রলীগ ধর্ষনে সেঞ্চুরীয়ান নেতা/সিন্ডিকেটের তদন্ত কমিটির সামনে জিজ্ঞাসাবাদের সময় উক্তি। > গাবতলী গরুর হাটটি আমাদের প্রাণপ্রিয় নেতার নামে ‘‘এরশাদ গরুর হাট’’ রাখা হোক-এটা আমাদের প্রাণের দাবী-------------এস এ খালেক, এমপি। >এই গরুটাকে স্টেইজ থেকে নামিয়ে দেওয়া হোক---------এরশাদ/নামকরনের অনুষ্ঠানের মঞ্চ থেকে, এসএ খালেককে দেখিয়ে দিয়ে > আমার নেত্রী জীবনে কখনো কোনদিন মিথ্যা কথা বলেননি। -জিল্লুর রহমান। >ভারতকে ট্রানজিটের বিনিময়ে ফি নয়, একটা কিছু নিবো-----অর্থমন্ত্রী মুহিত।

> ধর্ম একটি নেশা, যেমন তামাক-মদ যেমন নেশার সৃষ্টি করে, ধর্ম তেমনি এক ধরনের নেশার সৃষ্টি করে------বস্ত্র ও পাট মন্ত্রী আ। লতিফ সিদ্দিকী। > মিডিয়ার মালিকরা জারজ সন্তান------বস্ত্র ও পাটমন্ত্রী আ। লতিফ সিদ্দিকী। > সরকার আমাকে ক্ষমতা দিয়েছে, আমার ক্ষমতা কেউ কমাতে পারবেনা-----লোটা কামাল।

> মহাজোট ব্যর্থ হলে আমাকে প্রথম ফাসিঁ দেওয়া হবে----লেজেহুমু এরশাদ । > শামীম ওসমান ভালো অভিনেতা, তিনি মিথ্যাকে সুন্দর ভাবে সত্যে পরিনত করেন--------------------অভিনেত ্রী সারাহ কবরী, এমপি > রমজানে সরকারকে অভিশাপ নিবেন না----------বানিজ্য সচিব ম, গোলাম হোসেন। > ফারুককে নির্যাতন করে গণতন্ত্রের প্যান্ট খোলা হয়েছে------------আ স ম রব। > শেয়ার কেলেংকারীর অভিযোগ পরোয়া করিনা----------লোটা কামাল। > কবির চৌধুরী যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা হলে আমরাও মুক্তিযোদ্ধা-------------জামায ়াত নেতা আজহার।

> বিমান মন্ত্রনালয় চলছে সতীনের সংসারের মতো---------কর্নেল অলি। > এরশাদ একটি মরা ঘোড়া---------------আওয়ামী লীগ নেতা আবু সাইদ। > নিয়োগ নিয়ে কি হচ্ছে তা আল্লাহ ভালো জানেন---------স্পিকার আ। হামিদ। > প্রশাসন কাদঁছে, আমরা দেখছি------------মাহমুদুর রহমান মান্না।

> সারাদিন মেকাপ নিয়ে ব্যস্ত থাকলে দিন বদল দেখবে কেমনে---------মতিয়া চৌধুরী/খালেদা জিয়াকে উদ্দেশ্য করে > সন্ত্রাসী ১০০ হাত মাটির নিচ থেকে খুজে বের করা হবে -- স্বরাষ্ট্র মন্ত্রী নাছিম > এরশদের যদি এ ক্ষমতা থাকতো তবে সারা দেশ কচিকাচার মেলায় ভরে যেত (সাদ এর জন্ম সম্পর্কে)-- জাপা এর সাবেক এক মহিলা এমপি > গার্মেন্টস এর পানি রাস্তায় ছেড়ে দেয় বলে রাস্তার এ বেহাল দশা- আবুল হোসেন >বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন–স্বরাষ্ট্র পাতিমন্ত্রী টুকু। > যাদের চেহারা সুরত ভালো না, তারাই বোরখা পড়ে—–প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকী > শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করেননি কোনোদিনও—পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।