আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে ৫ কোটি ১০ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক ভারতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস। নতুন সমীক্ষা অনুযায়ী সেখানে ৫ কোটি ১০ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। আগামী ২০ বছরে এই সংখ্যা ১৫০ শতাংশ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লি, মুম্বাই ও কলকাতার মতো বড় বড় শহরে ডায়াবেটিস রোগীরা চিকিত্সকের কাছে বলেন, অফিসে চেয়ারে বসেই কাজ করতে হয় অনেকটা সময়, খেলাধুলা ও স্বাস্থ্যকর খাবারের সুযোগ-সুবিধাও কম। পুষ্টিকর খাদ্যদ্রব্য ও রান্নাবান্নার সময়ও পান না অনেকে।

চারদিকে কোকাকোলা, পিত্সা ও বার্গারের মতো ফাস্টফুডের বিজ্ঞাপন। একটু সচ্ছল হলেই গাড়ি কেনার প্রবণতা। ঘরকন্নার সাহায্যে থাকে কাজের লোক। শারীরিক পরিশ্রমের পাল্লাটা অনেক কম ইত্যাদি ইত্যাদি। আর এসবই ডায়াবেটিস তথা বহুমূত্র রোগের দিকে ঠেলে দেয় মানুষকে।

বিশেষ করে তরুণ প্রজন্মই এখন ঝুঁকির মুখে। ভারতে ডায়াবেটিসে আক্রান্তদের গড় বয়স সাড়ে ৪২ বছর। পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেক কম। এমনিতেই দেশটিতে স্বাস্থ্য ব্যবস্থাকে ম্যালেরিয়া, পোলিও, যক্ষ্মা, লেপ্রা ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। স্বাস্থ্যবীমা এখনও বেশিরভাগ মানুষের কাছেই অপরিচিত।

ভারতের মাত্র পাঁচ শতাংশ মানুষ স্বাস্থ্যবীমার সুফল ভোগ করেন। ড. কে. কে. আগরওয়াল বলেন, এইভাবে ভারতে যদি ডায়াবেটিস রোগটি মহামারির আকার নিতে থাকে, তা হলে বিশ্বে সবচেয়ে বেশি অন্ধ, হৃদরোগ ও অঙ্গহীন মানুষের বাসস্থান হবে দেশটি। দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণের তেমন কোনো কর্মসূচি নেই ভারতে। হৃদরোগের রক্ত সঞ্চালন ও মেদজনিত অসুখ-বিসুখের ব্যাপারে কিছু কিছু প্রকল্পের উদ্যোগ নেয়া হলেও এক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে। আর তা না হলে এ ব্যাপারে পরিবর্তন আসবে না।

বিশ্ব ব্যাংকের ধারণা, ডায়াবেটিস ও হৃদরোগের মতো ব্যাধির কারণে ভারত সরকার প্রতি বছর ২৩ বিলিয়ন ডলার হারাচ্ছে। এইসব অসুখ-বিসুখের প্রকোপ না থাকলে অর্থনৈতিক উন্নয়ন চার শতাংশ বেশি হতে পারত। ডায়াবেটিস গবেষক লিলিয়েনফেল্ড মনে করেন, এই রোগটি নিয়ে সুন্দর একটি বাক্য আছে : চিনি ব্যথার সৃষ্টি করে না, তাই খুব খারাপ কিছু হওয়ার কথা নয়। ডায়াবেটিসে আক্রান্ত হলে এই রকমটি মনে হতে পারে প্রথম দিকে। তার মানে, যে সময়টায় শর্করার উপস্থিতি তেমনভাবে অনুভব করা যায় না, ঠিক তখনই রোগটি দানা বাঁধতে থাকে, যেটা আবার পরে বোঝা যায়।

যেমন দেখা দেয় হৃদযন্ত্রের সমস্যা, স্ট্রোক, চোখ বা কিডনির সমস্যা। এইসব সমস্যা দেখা দিলে অনেকটাই দেরি হয়ে যায়, রোগটি ততদিনে চলে যায় আয়ত্তের বাইরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ডাব্লিউএইচও’র তথ্য অনুযায়ী বিশ্বে ৩৪ কোটি ৬০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০৩০ সাল নাগাদ বিশ্বে আনুমানিক ৭.৮ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.