আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি ঘোষণা: ইলিয়াস আলী খুন

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকার অবশেষে ঘোষণা করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি নিখোঁজ ইলিয়াস আলী আর বেঁচে নেই। মঙ্গলবার সকালে সরকারি ভাবে এই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি রাজধানীর ওসমানী মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সরকারি ভাবে এই ঘোষণাটি আসে। বেগম সুফিয়ান বলেন, ইলিয়াসের বিধবা স্ত্রী জানেন তার স্বামীর খুনি কে? প্রধানমন্ত্রী কাছে এসে উনি তা বলুক।

এই যদি হয় সংবাদ তা হলে বুঝতে হবে ১২০০ অভিযান কেন পরিচালিত হলো। সরকার যদি জেনে থাকে ইলিয়াস আলী বেঁচে নেই তাহলে সৈয়দ আশরাফ কেন বললেন ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করা হবে। ইলিয়াস আলী যদি খুন হয়েই থাকবেন তাহলে প্রধানমন্ত্রী কেন বললেন খালেদা জিয়া ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে। এখন সকল বাঙালী জাতির দাবি ইলিয়াস আলী যদি সত্যই খুন হয়ে থাকেন তাহলে এই খুনের রহস্য ও খুনিকে জনগণের সামনে সরকারই উন্মোচন করবেন। আর যদি সরকার এই কাজে ব্যর্থ হন তাহলে যা বোঝার জনগণ তা ঠিকই বুঝে নিবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.