আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি ভিক্ষুক!



যারা মানুষের কাছে হাত পাতে আমরা তাদের ভিক্ষুক বলে থাকি। কিন্তু সরকারি কর্মকর্তারাও যে এক প্রকার ভিক্ষুক তা যতবার-ই সঞ্চয় অফিসে যাই দেখতা পাই!ঘুষ ছাড়াও এরা কারনে-অকারনে মহিলাদের কাছ থেকে আজ চা খাওয়ার টাকা তো কাল নাস্তা খাওয়ার টাকা পরশু ঈদ/ পূজার বকশিশ নেয় এন বেহায়ার মত মহিলাদের কাছে হাত পাতে!অবাক হই তাদের এইসব কর্মকাণ্ড দেখে!না দিলে দেখা যায় তারা ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে! বুঝতে পারি না লাজ-লজ্জার মাথা খেয়ে তারা কিভাবে ভিক্ষার হাত বাড়ায়? দু/ একবার মামনির কাছ থেকেও নিয়েছে- আমি যেই চোখে- মুখে রাগ এন বিরক্তির ভাব দেখিয়েছি- তখন থেকে আমাকে দেখলে ইতস্তত করে কিন্তু সেই বেহায়ার মত ভিক্ষা চাওয়ার অভ্যাস ছাড়েনি ! এই নিয়ে বেশ আগে ইত্তেফাকের পাঠকের অভিমতে লিখেছিলাম কিন্তু লিখলেই কি আর না লিখলেই কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.