আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ, ব্লগার, সামহোয়ারইনব্লগ এবং আমাদের জানা আপা

------ আজ ভোরে গাজীপুরের সাউথ ভাদার্থীতে গিয়েছিলাম আমাদের অফিসের কিছু ফটোগ্রাফীর জন্যে। তুমুলিয়া মিশন পেরিয়ে অল্প কিছু দূরের পথ। পথিমধ্যে শুরু হয়ে গেল সেকি প্রচন্ড ঝড় ও বৃষ্টি। চারপাশ কেমন যেন অন্ধকার হয়ে গেল। শেষ পর্যন্ত গাড়ীর হেড লাইট জ্বালিয়ে এগুতে হলো।

খুব ভালো লাগছিল এরকম একটা স্নিগ্ধ পরিবেশে ফটোগ্রাফী করতে। তবে সবুজ ছায়াঢাকা সেই গ্রামে একটা প্রশান্তি খুঁজে পেলাম। বৃষ্টি থামলো ঠিক এক ঘন্টা পর। সকালের নাস্তা করলাম সেখানের একটি ছোট পরিসরের হোটেলে। গরম গরম পরোটা, ডাল ভূনা আর ডিম ভাজি।

অমৃত লাগছিল। সবশেষে গাভীর খাটি দুধের চা। বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে আমাদের মূল প্রজেকটে। বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটালো, পিছলে কাদা রাস্তায় হাটাও কিছুটা কঠিন হয়ে পড়েছিল। ক্যামেরার লেন্সে জমে যাচ্ছল পানির ফোঁটা।

যাইহোক সবশেষে ঢাকা ফিরলাম সকাল এগারোটায়। বাসা ফিরে টিভি অন করে দেখি আমাদের জানা আপা। এনটিভিতে রুপ মাধুরী অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি। ভালো লাগছিল জানা আপাকে দেখে। একদম বাংগালী সাজে শাড়ি পরিহিতা।

সামহোয়ারইন ব্লগের ব্লগার হিসবে নিজেকে আমরা একটা ফ্যামিলি হিসেবে বিবেচনা করি। একটা ভালো ইস্যুতে আমরা সবাই এক হই, মুক্তচিন্তার জায়গাটিতে আমরা একটি পজিটিভ মূল্যবোধে বিশ্বাসী। এবার একটা জঠিল ঘুম হবে। নো ব্লগিং। নো আকু পাকু।

নো হাংকি পাংকি। ভালো থাকবেন সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.