আমাদের কথা খুঁজে নিন

   

মাধ্যমিক পরীক্ষার ফল ৭ মে

আমি নতুন ব্লগার জানিনা আমি কতটুকু সঠিক ভাবে লিখে আপনাদের সাহায্য করতে পারব মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৭ মে প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয় গত ৪ মার্চ। শিক্ষামন্ত্রী বলেন, বিরোধী দলের দায়িত্বজ্ঞানহীন হরতালে প্রায় সাড়ে তিন কোটি ছাত্রছাত্রীর শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। বিশৃঙ্খল হয়ে পড়ছে শৃঙ্খলাবদ্ধ শিক্ষাব্যবস্থা।

এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশবাসীকে হরতাল কর্মসূচি প্রতিহত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার মধ্যে হরতাল ডাকা যুক্তিহীন, দায়িত্বহীন, জ্ঞানহীন ও অবিবেচকের কাজ। এটা মেনে নেওয়া যায় না । অতীতে পরীক্ষার মধ্যে হরতাল দেওয়ার কোনো উদাহরণ নেই দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) দায়িত্বজ্ঞানহীনভাবে একের পর এক হরতাল দিচ্ছে। ভবিষ্যৎ-প্রজন্ম ও সব শিক্ষা-পরিবার এ নিয়ে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।

দেশবাসীর প্রতি আহ্বান, সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার হোন। একে মোকাবিলা করুন। যেন কোনো রাজনৈতিক দলই এ ধরনের কর্মসূচি না দেয়। ’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান-উর-রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রমুখ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.