আমাদের কথা খুঁজে নিন

   

চলমান মাধ্যমিক পরীক্ষায় নকল

বাউন্ডুলে মনের আবর্জনা

চলমান মাধ্যমিক পরীক্ষায় আজকাল দেদারসে নকল চলছে। আমি ঢাকা শহরের ভিতরের নামিদামী স্কুলগুলোর ভিতরেই যেসব কারচুপির খবর পাচ্ছি, তাতে আমার দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ভীষণ হতাশার সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারলাম, ঢাকার সনামধন্য স্কুল রাজউক স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা নাকি অনৈতিক সুবিধা আদায় করছে পরীক্ষার হলে। সূত্রমতে, রাজউক স্কুল ও কলেজের মাধ্যমিক পরীক্ষার সিট অনেক বছর ধরেই পড়ছে উত্তরা গার্লস হাই স্কুল এ। এই স্কুলে গিয়ে নাকি রাজউকের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের নৈর্বক্তিক প্রশ্নের উত্তর গুলো নিয়মিতই বলে দিচ্ছে।

এছাড়াও ঢাকার অন্যান্য স্কুলগুলোতেও ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের হাত করে একই ধরনের সুবিধা আদায় কুরছে। ১০ বছর আগেও আমি যখন এস এস সি পরীক্ষা দিয়েছিলাম, শিক্ষকদের নৈতিকতার এ ধরনের অবক্ষয় আমার চোখে কখনো পড়েনি। তখন ছিলো প্রশ্ন ফাঁসের সমস্যা। সে সমস্যার সমাধান এখন মোটামুটি হয়েছে। কিন্তু শিক্ষকদের এই নকল সাপ্লাই দেবার খবরে আমি মর্মাহত।

ঢাকার এত সনামধন্য একটি স্কুলে যদি এভাবে ছাত্র-ছাত্রীদের নকল সরবরাহ করা হয়, তা'হলে গ্রামের স্কুলগুলোতে যে কি অবস্থা সেটা বলাই বাহুল্য। তবে কি চারিদিকে এই যে জি পি এ ৫ এর ছড়াছড়ি, তা আসলে কি নকলেরই ফল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।