আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাইভার আজমকে খুঁজে বের করে তার নিরাপত্তা নিশ্চিত করুন ----- মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের চেয়ারম্যান শহিদুল ইসলাম কবির বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানগ্রহনকারী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক এর নিঁেখাজ ড্রাইভার আজমকে খুঁজে বের করে তার নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান দায়িত্ব দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রের। দুর্নীতির বিরুদ্ধে জীবনের ঝুকি নিয়ে দুঃসাহসী পদক্ষেপ গ্রহন করায় ড্রাইভার আজমকে দুদক এবং রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কৃত করা হলে দেশের জনগন মনে করবে দুদক ও সরকার দুর্নীতি দমনের ব্যাপারে আন্তরিক। আর যদি ড্রাইভার আজম নিঁেখাজ থাকে তবে জনগন বুঝবে সরকার প্রকৃত অর্থে দুর্নীতিকে উৎসাহিত করছে, তাদের দুর্নীতি দমনের শ্লোগান লোক দেখানো। আজ এক বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, সরকার অপরাধীদেরকে দমন করার পরিবর্তে রাজনৈতিক স্বার্থে পুলিশকে দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার কারণে রাজধানীসহ সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। নরসিংদীতে প্রকাশ্যে একজন নির্বাচিত মেয়র হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন না করায় আবারও নরসিংদীতে নির্বাচিত ইউপি চেয়ারম্যান, ঢাকার গুলশানে দিনের বেলায় হত্যা গৃহ পরিচালিকা, নিজ বাসার বেড রুমে বসে সাংবাদিক দম্পত্তি সাগর রুনি এবং সৌদি কুটনৈতিক হত্যার মত চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটাতে সন্ত্রাসীরা সাহস পেয়েছে।

সন্ত্রাসীদের ছোড়া এসিডের আগুনে জ্বলে জীবন দিতে হয়েছে তরুনীকে, পুলিশের উদাসিনতা, দায়িত্বপালনে গাফেলতি এবং অর্থ লিপ্সার কারনে দিনের বেলা বাসায় খুন, চুড়ি-ডাকাতি ঘটনা ঘটছে অহরহ। থানায় জিডি এমনকি মামলা করলেও এসব বিষয়ে পুলিশ তদন্ত করার আগ্রহ পর্যন্ত দেখায় না, যার কারনে পুলিশের উপর থেকে মানুষ দিন দিন আস্থা হারাচ্ছে। কার ব্যর্থতার জন্য ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমসহ ২০১১ সালে ৭০ জন এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ জানুয়ারী’১২ থেকে ১৭ এপ্রিল’১২ পর্যন্ত ২২ ব্যাক্তি নিখোঁজ হয়েছেন তা জনগন যানতে চায়। পাথরঘাটার নিরীহ দরিদ্র পিতার মেধাবী সন্তান মফিজুর রহমানকে এইচ এসসি পরীক্ষা দেয়ার সুযোগ না দিয়ে জঙ্গীর মিথ্যা মামলা দিয়ে পুলিশের জঙ্গী বিরোধী অভিযান অব্যাহত রাখার কৃতিত্ব দেখানোর জন্য ১৫ মাস যাবৎ কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে। অফিসে, পাবলিক পরিবহনে চলছে নৈরাজ্য।

সাধারণ মানুষ নির্যাততিত নিপিড়িত হচ্ছে। মুখ খুলে কারো কাছে আভিযোগ করার সাহসটুকু পাচ্ছে না। থানা পুলিশের কাছে গুরুতর অভিযোগ নিয়ে গেলে তারা উৎকোচ/বকশিশ ছাড়া কাজ করাতো দূরের থাক কথা ও শুনতে চায় না। সবকিছু দেখলে মনে হয় দেশে কোন শৃংখলা নেই। নেই কোন নিয়ন্ত্রক।

যে যার ইচ্ছা মাফিক চলবে। যে যেখানে আছে সে তার মত করে শুবিধা অনুযায়ী জনগনের রক্ত চোষা অনিয়মকে নিয়মে পরিনত করেছে। সবমিলিয়ে দেশে নাগরিক অধিকার বলতে কিছু আছে বলে মনে হয়না। দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিকভাবে বৈধতা পেয়েছে। তিনি বলেন, আল-কুরআনের সূরা নিসার ৭৫ নং আয়াতে বলা হয়েছে, “আর তোমাদের নিকট কি ওযর আছে যে, তোমরা আল্লাহর পথে জিহাদ করবেনা এবং ঐ দুর্বলদের জন্য যাহাদের মধ্যে কতক পুরুষও আছে আছে কতক নারীও, কতক শিশু ও আছে, যারা প্রার্থনা করছে যে হে আমাদের রব! আমাদিগকে এই নগর হইতে বাহির করুন, যাহার অধিবাসীরা ভয়ঙ্কর যালেম এবং আমাদের জন্য গায়েব হতে কোন ওলী দাড় করিয়ে দিন এবং আমাদের জন্য কোন সাহায্যকারী প্রেরন করুন।

” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।