পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
সুযোগ পেলে কম বেশি সবদেশের পুলিশই ঘুষ খায়, নাম হয় শুধু বাংলাদেশি পুলিশদের। তবে সুযোগ না পেলে ঘটনা কি হয় আসুন জেনে নেই:
পুলিশ: লাইসেন্স।
ড্রাইভার: এই নিন লাইসেন্স।
পুলিশঃ গাড়ির লাইসেন্স না, তোমার ড্রাভিং লাইসেন্স।
ড্রাইভারঃ এই নিন।
পুলিশঃ অনেক্ষন অবলোকন করার পর সব ঠিক ঠাক পেলে মেজাজ গড়ম করে, গাড়ির পেছনে কি?
ড্রাইভারঃ ছ্যার, গাড়ির পেছনে খালি।
পুলিশঃ খালি ট্রাক চালাচ্ছো কেন?
ড্রাইভারঃ ছ্যার গাড়ি গ্যারেজে ছিল, নিয়ে আসলাম।
পুলিশঃ মদ টদ খাস??
ড্রাইভারঃ না ছ্যার।
পুলিশঃ মেজাজ বিলা।
বেটা, কি গাড়ি চালাস? আবুল তাবুল?। বকতে বকতে মেজাজ গরম কর্তে কর্তে ড্রাইভারের পাশের সিটে বসেথাকা ব্যাক্তিকে, নাম কি?
ব্যাক্তিঃ আলি আহমদ।
পুলিশঃ কি কাজ করা হয়?
আলি আহমদঃ ছ্যার, দোকান করি।
পুলিশঃ লাইসেন্স দেখাও।
আলি আহমদঃ ছ্যার, আমি শ্বশুর বারি বেরাতে গিয়েছিলাম তিনদিন।
আর এই তিনদিনই দোকান বন্ধ ছিল, তাই দোকানের লাইসেন্স সাথে নেই।
পুলিশঃ বেয়াদব, দোকানের লাইসেন্স দিয়ে কি হবে? ড্রাইভিং লাইসেন্স দেখা।
আলি আহমদঃ ছ্যার, নাই।
পুলিশঃ ক্যান নাই? ড্রাইভিং কর্তে পার লাইসেন্স রাখ না।
আলি আহমদঃ ছ্যার আমি ড্রাইভিং কর্ছি না ত।
তাছারা আমি ড্রাভিং করতে পারিও না।
পুলিশঃ যদি রাস্তায় ড্রাইভার অসুস্ত হয়ে যায় ড্রাইভিং কর্বে কে? অবশ্যই তুই, কাজেই তোর ও লাইসেন্স লাগবে। লাইসেন্স দেখা। না হয় দে।
আলি আহমদঃ কি দেব ছ্যার?
পুলিশঃ বেডা..... বুঝস না দে...... ৫০০....দে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।