আমাদের কথা খুঁজে নিন

   

২৩ জুন মুক্তিসংগ্রামীদের পরাজয়ের ইতিহাস, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ইতিহাস

২৩ জুন। ঐতিহাসিক পলাশী ট্রাজেডি দিবস। এটি বাঙ্গালীর ইতিহাসে এক কালো অধ্যায়। দুইশ' পঞ্চান্ন বছর আগে ১৭৫৭ সালের এই দিনে এক প্রাসাদ ষড়যন্ত্রে যুদ্ধের প্রহসন হয়েছিল ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে। মীরজাফর, ঘষেটি বেগমের, জগৎশেঠ, রায় দুর্লভ, উমিচাঁদ, ইয়ার লতিফ প্রমুখ কূচক্রী প্রাসাদ ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতার ফলে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার শেষ সূর্য।

রক্তাক্ত ইতিহাস, পরাধীনতার ইতিহাস, মুক্তিসংগ্রামীদের পরাজয়ের ইতিহাস, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ইতিহাস, ট্রাজেডি ও বেদনাময় এক শোক স্মৃতির ইতিহাস। এই নৃশংস ও কলঙ্কজনক ঘটনার মাধ্যমে একটি নতুন উঠতি পূজিপতি শ্রেণী ও রাজনৈতিক শক্তির উত্থান ঘটে। ইংরেজ ও তাদের এ দেশীয় দালালগোষ্ঠী দেশবাসীর ওপর একের পর এক আগ্রাসন চালায়। ফলে দেশীয় কৃষ্টি কালচার ও সামাজিক জীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে। বিকাশমান ব্যবসা-বাণিজ্য ও চাকরী-বাকরীর ক্ষেত্রে তারা মরণ কামড় দেয়।

অন্যদিকে ১৯৪৯ সালের এই দিনে রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যার ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে সংযোজন – বিয়জনের মাধ্যমেই আজকের বাংলাদেশ আওয়ামী লীগের । অনেকে বলে পলাশীর আম্রকাননের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকদের মদদে যে পূজিপতি শ্রেণী ও রাজনৈতিক শক্তির উত্থান ঘটে তাই আজকের আওয়ামী লীগের । যার মাঝে ভর করে আছে সেই লর্ড ক্লাইভের প্রেত্বাতা । পলাশি বিপর্যয়ের পর শোষিত বঞ্চিত শ্রেণী একদিনের জন্যও স্বাধীনতা সংগ্রাম বন্ধ রাখেনি। পলাশীর বিপর্যয় আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি।

এখনো মিথ্যার অপকৌশলে আমরা বিভ্রান্ত হই, এখনো আমাদের সমাজ ও রাজনীতিতে কুচক্রীদের আনাগোনা, এখনো সুযোগ-সন্ধানীদের গোপন বৈরিতায় আমরা বিপথগামী হই। সকল যুগের সকল দেশের স্বাধীনতাপ্রিয় মানুষের শ্রেণীচরিত্র যেমন এক, তেমনি বিশ্বাসঘাতক তাবেদারশ্রেণীর স্বরূপ ও শ্রেণীচরিত্র ও অভিন্ন। অকুতোভয়ে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বুক উঁচু করে দাঁড়াতে হবে দেশপ্রেমের চেতনা এবং স্বাধীনতা কামীদের । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।