থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে
আমি ইতিহাসের ছাত্র নই, তবে ইতিহাসের পাঠক। ১৯৭১ সালে আমার পূর্ব পুরুষেরা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়ে গেল তাদের কে লাল সালাম। আমার দৃষ্টিতে স্বাধীনতার দুইটি পর্যায় একটি হলো স্বাধীনতা সংগ্রাম আরেকটি হলো মুক্তিযুদ্ধ। ১৭৫৭ সালের ২৩ জুন কয়েকশত বৃটিশ সেনার হাতে লক্ষাধিক দেশী সেনার পরাজয়ের মাধ্যমে যে সুর্য্য অস্তমিত হয়েছিল তা পূনরুদ্ধারের সংগ্রাম শুরু হয়েছিল এক শতাব্দী পর ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে। তার প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল ১৯৪৭ সালে দেশ বিভাগের মাধ্যমে।
১৯৫২ সালে শুরু হয় নতুন আন্দোলন বিভিন্ন নামে, বিভিন্ন ব্যক্তিবর্গের মাধ্যমে চলে ২৫মার্চ ১৯৭১ পর্যন্ত। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। ১৬ই ডিসেম্বর অর্জিত হয় মূল বিজয়। আমার হিসেবে মুক্তিযোদ্ধা দুই ধরণের সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠক (যারা কখনোই যুদ্ধ করে নাই)। আরেক ধরণের মুক্তিযোদ্ধা আছেন যাদেরকে কখনোও স্বীকৃতি দেয় হয় নাই।
তারা হলেন যুদ্ধকালীন সময়ে দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা দানকারী ব্যক্তিবর্গ। অতএব ১৯৭২ সালে উচিত ছিল রাজাকারদের তালিকা তৈরী করা। তাহলে আমরা জাতি হিসেবে বিভক্ত হতাম না।
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করে একজনকে প্রেসিডেন্ট করে তাকে আবার মন্ত্রী করলেন। এগুলো ইতিহাস।
তৎকালীন ছাত্রলীগের গ্রুপিং এর নামে তোফায়েল আহমদ এবং শফিউল আলম প্রধান এর নেতৃত্বের দ্বন্দ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে সেভেন মার্ডার হল।
যুদ্ধাপরাধী এবং জাতির পিতাকে হত্যার জন্য যাদেরকে দায়ি করা হয়ে থাকে তারা কতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আর জাতির পিতার দল কতদিন ক্ষমতায় ছিল তা হিসেব করলেই বেরিয়ে যাবে আমাদের পশ্চাৎপদতার জন্য রাজাকার আল বদর-রা দায়ী না-কি আমাদের ব্যর্থতা ঢাকতে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছি।
তাই আসুন শিক্ষা নেই অন্যের দোষ ত্রুটি না খুঁজে নিজের সংশোধন হওয়ার। অন্যথায় আমার ভয় হয় ১৭৫৭ সালের মত কয়েকশত বিদেশী সৈন্যের হাতে আবার ভূলুণ্ঠিত হবে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব।
ধন্যবাদ পড়ার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।