আমাদের কথা খুঁজে নিন

   

এক ইলিয়াসের জন্য আর কত?

বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে বিরোধী দল আবারো ২ দিনের হরতাল ডাকছে।আবার দেশ কার্যত অচল হয়ে পড়বে। বিএনপি কি মনে করে টানা হরতাল দিলেই তারা ইলিয়াস আলী আলাদিনের চেরাগের মত ফিরে আসবে?হরতালের একটাই এখন ইস্যু। যখন আমিনবাজারে পিটিয়ে ৬ যুবককে মেরে ফেলা হল তখন কইদিনের হরতাল দিছিলেন বিএনপি? যখন মোহাম্মদপুরের অদূরে বালুর ঢিবি থেকে যুবকের লাশ উদ্ধার হল তখন কয়টা হরতাল হয়েছিল? এইচএসসি পরীক্ষার্থী লিমনকে RAB যখন গুলিবিদ্ধ করল তখন কয়দিনের হরতাল ছিল? সাগর-রুনি হত্যাকাণ্ডের কুল-কিনারা ৭৭ দিনেও যখন বের করতে পারল না সরকার তখন কয়টা কর্মসূচি দিছিলেন আপনারা? যখন বগুড়ায় মায়ের বুক খালি করে স্কুলছাত্রকে নাইমুলকে পুড়িয়ে ফেলা হল তখন আপনারা কি করছিলেন আলমগীর সাহেব? তার মানে আপনারা কি দলের নেতার জন্যই কঠোর আন্দোলন করবেন দেশের জনগণের কান্না শুনবেন না!!!! আমরাও চাই ইলিয়াস আলী জীবিত অবস্থায় তার ছোট্ট মেয়ের কাছে ফিরে আসুক।কিন্তু দেশের জনগণকে এভাবে জিম্মি না করে আন্দোলনের অন্যপন্থা অবলম্বন করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।