একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি না। আর দেখে কি হবে। যে দেশে এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে থাকে, যে দেশে একটি বিশ্ববিদ্যালয়ে অচল হয়ে পড়ে থাকে, যে দেশের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অচল হয়ে আছে...সে দেশের আর কি হবে?
অনেকদিন আগে ফেসবুকে একটা ছবি দেখেছিলাম। ছবিতে একটা সুন্দরী মেয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে।
প্ল্যাকার্ডে লেখা, I don't need to be a prostitute; Government is fucking me everyday.
এর সহজ বাংলা হলো, আমাকে প্রতিদিন আমার রাষ্ট্র "চু..." তেছে। বেশ্যা তো আমি এমনিতেই।
আমরাই বেশ্যা। প্রতিদিন সরকারের "চো...." খাই। পার্থক্য হইলো আমাদের দেশের সরকার নয়, বিরোধীদলও আমাদের "চু...."!
আর কত "চো....." খাইলে আমরা মানুষ হবো।
মানে আর কয়টা নাজায়েজ সন্তান জন্ম দিলে পড়ে ফাইনালি আমাদের নিতম্ভে অসম্ভব ব্যাথা উঠবে, আর আমরা মিছিলের পর মিছিলে দেশটাকে তাহরীর স্কোয়ার করবো? আর কবে? আর কত?
এসব প্রশ্নের কোন উত্তর দিতে পারছি না আজ। মেজাজটা খারাপ হচ্ছে। অসহ্য যন্ত্রণায় ভুগছি। এর সাথে যোগ হইছে পানি আর বিদ্যুতের অভাব, শিল্পকারখানায় নাই গ্যাসের সর্বোরাহ!
একমাত্র আল্লাহ যদি নেমে আসতেন, আর আমাদের হেদায়াত করতেন তাহলে মনে হয় আমাদের ভালো হইতো!
আছেন কেউ? আমার সাথে মিছিলে যাবেন? আসুন শহীদমিনার চত্বরকে আমরা তাহরীর স্কোয়ার বানাই, আসুন যে পরিবর্তন ৫২ সালে হয়েছিল, সে পরিবর্তন আবার আনি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।