আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরণ মঞ্চ।

আজ তুমি অন্যের...........প্রীতি! গণজাগরণ মঞ্চের আজকের কর্মসূচীঃ- বুকপকেটে চিঠিগুলো। *১০ এপ্রিল সন্ধ্যা ৭ টা শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বুকপকেটের চিঠিগুলো’ শীর্ষক শহীদদের কাছে নতুন প্রজন্মের লেখা চিঠি পাঠ। (গত ২০ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের আহবানে সারাদেশে শহীদদের কাছে চিঠি লিখেছিলো নতুন প্রজন্ম। প্রতিটি চিঠিতে ফুটে উঠেছে হৃদয়ের অপরূপ আবেগ আর অনির্বচনীয় চেতনার উদ্ধত ক্যানভাস। এ চিঠিগুলো থেকেই বাছাই করা কয়েকটি চিঠি পাঠ করা হবে দশই এপ্রিল সন্ধ্যা ৭টায়।

) গণজাগরণ মঞ্চের আগামী কর্মসূচীঃ- মহাসমাবেশ। * ১৪ এপ্রিল নববর্ষকে সামনে রেখে ১লা বৈশাখে সারা দিন শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪ টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চে মহাসমাবেশ। * এছাড়াও গণজাগরণ মঞ্চের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে। প্রতীকী লাঠি মিছিল। গতকাল শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চ থেকে ‘প্রতীকী লাঠি মিছিল’ করা হয়।

নারীদের অবমাননার প্রতিবাদের এই মিছিলে সামনে ছিল নারীরাই। ছবিঃ- ইন্টারনেট। (গত ৬ এপ্রিল শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চের উপর ন্যাক্কারজনক হামলার যে অপচেষ্টা করেছিলো মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের দোসর সংগঠনের হায়েনারা, তার প্রতিবাদে এ প্রতীকী লাঠি মিছিল অনুষ্ঠিত হয়। মতিঝিলে নারী সাংবাদিককে মারধর এবং দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের উপর জামায়াত-শিবির-জঙ্গী অপশক্তি যে বর্বর নির্যাতন চালিয়েছে, তার প্রতিবাদে এ প্রতীকী লাঠি মিছিল। মঙ্গলবার বিকাল ৫টায় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠি নিয়ে এ মিছিলে অংশ নেন।

মিছিলটি মৎস্য ভবন-প্রেসক্লাব-হাইকোর্ট- দোয়েল চত্বর-বাংলা একাডেমী হয়ে পুনরায় প্রজন্ম চত্বরে ফিরে আসে। এছাড়া দেশের প্রতিটি গণজাগরণ মঞ্চ একই কর্মসূচী পালন করে। ) গণজাগরণ মঞ্চ বারবার বলে এসেছে, কোন ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের এ আন্দোলন একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী। সেই দাবী পূরণের লক্ষে গণজাগরণ মঞ্চের ৬ দফা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতঃ- প্রয়োজনে লাঠি হাতে ‘সাম্প্রদায়িক শক্তিকে’ প্রতিহত করার ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার বিকেলে লাঠি মিছিল শেষে মুখপাত্র ইমরান এইচ সরকার এ কথা বলেন। * লাঠিমিছিলে প্রতিবাদ গণজাগরণ মঞ্চের * উস্কানি এলে ঘরে বসে থাকবো না: ইমরান একাত্তরে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। দিয়েছিতো রক্ত, আরো দেব রক্ত। জন্ম থেকে জন্মান্তরে শাহবাগ প্রজন্ম চত্বর অন্তরে। ইনশাল্লাহ্ আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছব, জামায়াত-শিবির মুক্ত মক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ব।

জয়বাংলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.