আজ তুমি অন্যের...........প্রীতি!
গণজাগরণ মঞ্চের আগামী কর্মসূচীঃ-
* পাকিস্তানি পণ্য বর্জনের জন্য (শনিবার থেকে সাতদিন ব্যাপি সারাদেশে পাকিস্তানি পণ্য বর্জনের প্রচারণা)
* পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে রোববার সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হামলাকারী পুলিশের শাস্তির দাবিতে একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান।
গণজাগরণ মঞ্চ এবং কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেল চারটায় শাহবাগে প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল শুরু হয়।
সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের একটি মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূল কর্মসূচি ঘোষণা করেন।
বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের মিছিলে লাঠিপেটা ও নির্যাতন চালানোর জন্য দায়ী পুলিশদের শাস্তি দিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে মঞ্চ। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আগামী শুক্রবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
বিক্ষোভ সমাবেশের শেষ দিকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার উপস্থিত হন।
*‘জঙ্গি রাষ্ট্র এবং জঙ্গিবাদের রপ্তানিকারক’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান। একাত্তরে বাঙালি ‘পাকিস্তানের নাক কেটে দিয়েছে’ মন্তব্য করে পাকিস্তানের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘তোমাদের নাক বলে কিছু নেই।
তোমরা নিজেদের দেশকে সামলাও। ’-ড. মুহম্মদ জাফর ইকবাল।
* তাঁকে প্রেমিক বলে পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যে, কাদের মোল্লারা পাকিস্তানের লোক। ‘পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রের’ সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না-নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সভাপতি সম্মিলিত বাংস্কৃতিক জোট।
* ‘সেদিন পুলিশ যে ভাষায় কথা বলেছে, সেই ভাষায় কথা বলে জামায়াত।
এর মানে তাদের মধ্যে জামায়াত-শিবির ঘাপটি মেরে আছে। ’ তিনি আরও বলেন, ‘আমাদের ওপর লাঠিচার্জের জবাব গণজাগরণ মঞ্চের কর্মীরা জয় বাংলার মাধ্যমেই দেবে। আমরা অহিংস বলে দুর্বল ভাববেন না। জয় বাংলার মধ্যেই আমাদের সমস্ত শক্তি। আমাদের আন্দোলনে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা ছিলেন-আছেন-থাকবেন।
’-মারুফ রসুল, সংগঠক গণজাগরণ মঞ্চ।
* ছাত্রমৈত্রীর সভাপতি ও মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু পাকিস্তানের শোক প্রস্তাবের জবাব দিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। এ ছাড়া বক্তব্য দেন খুশী কবির, শামসুল ইসলাম সুমন, বজলুর রহমান মিঠু, জনার্দন দত্ত, শাহ আবদুল বাতেন, শিপ্রা বোস, লাকী আক্তার, বীণা শিকদার, প্রদীপ সাহা, আবদুর রউফ প্রমুখ।
পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান গণজাগরণ মঞ্চের-প্রথম আলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।