নকি্য়া পৃথিবী পুরানো মোবাইল কোম্পানীগুলোর মধে অন্যতম। কিন্তু এখন এই ফোন আর বেশিদিন বাজারে দেখা যাবে না।তার মূল কারণ গুলোর মধে্য একটি হছেছ্ processor টা খুবই দূর্বল। আর Eseries এর তো কথাই নাই। আর বর্তমানে সবারই একাধিক সিম থাকে কিন্তু নকিয়ার ডুয়েল সিম এর কোন ভালো সেট নেই। আমি অনেক দিন ধরে নকিয়া ব্যবহার করি কিন্তু অন্য ফোনের তুলনায় নকিয়া অনেক স্লো তাই মনে হয় যে ছেরে দেই। আবার এতো মায়া লেগে গেছে নকিয়া এর প্রতি যে ছাড়তে মন চায় না । আজকে আমার প্রথম লেখা। আশা করি আপনাদের সাহা্য্যে ভবিষ্যতে আরো ভালো লেখা দিতে পারবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।