আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়া ৬০৩ মডেল প্রকাশ

নকিয়া জানান দিয়েছে যে তার সিমবিয়ান বেল সারিতে যুক্ত হয়েছে নতুন সংস্করণ নকিয়া ৬০৩। এই পণ্যের প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- ৩.৫ ইঞ্চি বিশিষ্ট ক্লিয়ারব্ল্যাক ডিসপ্লে এবং ১ গিগাহার্জ সিপিইউ। এছাড়া এ পণ্যের পর্দাটি ৩৬০ বাই ৬৪০ পিক্সেল ডাইমেনশন সমর্থিত এবং আলোক-উজ্জলতার মাত্রা ১০০০ নিট যা নকিয়া ৭০১ মডেলের আলোক উজ্জলতার মতো। এটি ৫ মেগাপিক্সেল ফিক্সড-ফোকাস ক্যামেরা এবং ৭২০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং ক্ষমতাসম্পন্ন। এর অন্যান্য স্থানে যুক্ত আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫ মিমি.জ্যাক, ৩২ জিবি মাইক্রোএসডি কার্র্ড সাপোর্ট এবং এনএফসি সংযোগ। নকিয়া সূত্র মতে, নতুন সংস্করণের এই পণ্যের মূল্য পড়বে ২০০ ইউরো সঙ্গে চার্জ প্রযোজ্য। পণ্যটির দুইটি কালারসহ ৬ টি কালারের ব্যাক কভার বাজারে ছাড়া হবে। এছাড়াও নকিয়া এ পণ্যের পাশাপাশি এনেছে এনএফসি ক্ষমতাসম্পন্ন লুনা ব্লুটুথ হেডসেট। এর নির্ধারিত খুচরা মূল্য পড়বে ৭০ ইউরো সঙ্গে আনুসাঙ্গিক চার্জ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.