আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার গুপ্ত নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন মস্কোর শেরেমেটিএভো বিমান বন্দরের ট্রানজিট এলাকায় রয়েছেন এবং তাকে ওয়াশিংটনের হাতে তুলে দেয়া হবে না।
এডওয়ার্ড স্নোডেনকে হংকং থেকে পালিয়ে যেতে মস্কো ও বেইজিং সহযোগিতা করেছে বলে হোয়াইট হাউজ থেকে বিবৃতি দেয়ার পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন।
এ ছাড়া, স্লোডেনের ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার অভিযোগকে তিনি ‘বাজেকথা ও রাবিশ’ বলে উল্লেখ করেন।
পুতিন আরো বলেন, স্নোডেন কখনোই রুশ সীমান্ত অতিক্রম করেননি এবং এখনো তিনি মস্কো বিমান বন্দরের ট্রানজিট এলাকায় রয়েছেন।
বন্দি ফিরিয়ে দেয়ার বিষয়ে আমেরিকার সঙ্গে তার দেশের কোনো চুক্তি নেই বলে উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, কাজেইস্নোডেনকে আমেরিকার হাতে তুলে দেয়া অসম্ভব। স্নোডেন নিজের ইচ্ছেমত যে কোনো জায়গায় যেতে পারে উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, সাবেক এই মার্কিন গোয়েন্দা কোথায় যাবেন তা দ্রুত ঠিক করা উচিত।
মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনএসএ)’র টেলিফোন ও ইন্টারনেটে ব্যাপক আড়িপাতার ঘটনা ফাঁস করে দিয়েছেন ৩০ বছর বয়সী স্নোডেন।
গতমাসে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেয়ার পর তিনি হংকং চলে যান এবং সেখানে আত্মগোপন করেন। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরি করে আমেরিকা। দেশ থেকে তিনি বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার তথ্য ফাঁস করার খবর মার্কিন প্রশাসন জানতে পারেনি।
তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সরকারি সম্পত্তি তছরুপের কয়েকটি অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করে আমেরিকা। তাকে ফিরিয়ে দেয়ার জন্য হংকং-এর কাছে আহ্বানও জানায় ওয়াশিংটন।
এ অবস্থায় গত রোববার হংকং থেকে রুশ বিমান সংস্থা অ্যারোফ্লোতের বিমানে রাশিয়ার রাজধানী মস্কো চলে যান স্লোডেন। মস্কো থেকে কিউবা হয়ে তিনি ইকুয়েডরে যাবেন বলে এর আগের খবরে বলা হয়েছিল।
ইকুয়েডর তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।