আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ার গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন!

এবারে এডওয়ার্ড স্নোডেনের সাহায্য-প্রত্যাশী হয়েছে রাশিয়া। আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন দেশটির সাইবার নিরাপত্তার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তার জন্য স্নোডেনকে কাজে লাগানো হতে পারে।
এদিকে, রাশিয়ান পার্লামেন্টের উচ্চকক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এই কর্মীকে কাজের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছে খ্রিস্টান সায়েন্স মনিটর।  সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক, ইয়াহু, গুগল ও অন্যান্য ইন্টারনেটনির্ভর প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহ করছে মার্কিন গোয়েন্দারা-এ তথ্য ফাঁস করেন স্নোডেন। এখন সেই স্নোডেনকেই রাশিয়ার নাগরিকদের ব্যক্তিগত তথ্য নিরাপত্তার বিষয়টি দেখাশোনার প্রস্তাব দেবে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির খবর ফাঁস করে হইচই ফেলে দেওয়া স্নোডেনকে গত বৃহস্পতিবার সাময়িক আশ্রয় দেয় রাশিয়া। রাশিয়ায় এক বছরের জন্য আশ্রয় পেয়েছেন তিনি। ওই দিনই তিনি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর ছেড়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেন। ভ্রমণের জন্য পাসপোর্ট বা কোনো কাগজপত্র না থাকায় গত ২৩ জুন থেকে স্নোডেন বিমানবন্দরেই আটকে ছিলেন তিনি। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে গ্রেফতার এড়াতে প্রথমে হংকং যান।

সেখান থেকে গত ২৩ জুন রাশিয়ায় পৌঁছান। এদিকে যুক্তরাষ্ট্র তাঁর পাসপোর্ট বাতিল করে। এরপর বহু দেশে আশ্রয়ের আবেদন জানালেও মূলত লাতিন আমেরিকার কয়েকটি দেশই কেবল স্নোডেনের আবেদনে সাড়া দিয়েছিল। কিন্তু ভ্রমণের বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার এড়িয়ে শেরেমেতিয়েভো বিমানবন্দর ছেড়ে যাওয়াটাই তাঁর জন্য কঠিন হয়ে পড়ে।

দেশে-বিদেশে মার্কিন সরকারের গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে স্নোডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে।

তাঁকে আশ্রয় দেওয়ার কারণে মস্কো-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে আর এ অবস্থায় রাশিয়া স্নোডেনকে কাজে লাগানোর পরিকল্পনা করায় দেশ দুটির কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।  রাশিয়ার সিনেটর রুজলান গ্যাটারভ জানিয়েছেন, কীভাবে ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ করা হচ্ছে সে বিষয়ে স্নোডেন সবচেয়ে ভালো জানেন। রাশিয়া থেকে কীভাবে তথ্য ফাঁস হচ্ছে তা খতিয়ে দেখতে তাঁকে নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে গোয়েন্দাগিরির চেয়ে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ওপর জোর দিতেই স্নোডেনকে কাজে লাগানোর পক্ষে রুজলান।  ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.