আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এর প্রেক্ষাপট এবং না ভোট

দেশ এর বর্তমান আবস্থা যে ভাল না তা মনে হয় সব সচেতন মানুষই জানেন। দেশ এর এই অবস্থার জন্য অনেকে বিএনপি,অনেকে আওয়ামী লীগকে দায়ী করবেন। কিন্তু আমি মনে করি এই জন্য আমরা যারা নিজেদেরকে বাংলাদেশ এর নাগরিক হিসাবে পরিচয় দিই তারাই দায়ী। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যাবস্থা পুণঃপ্রতিষ্টিত হবার পর থেকে পালাক্রমে দেশ এর ক্ষমতায় এসেছে দুটি দল। এটা যেন একটা অলিখিত নিয়ম হয়ে দাড়িয়েছে।

তাই যারা যখন ক্ষমতায় গেছে তখন যা খুশি তাই করেছে কারণ তারা বুঝে গেছে সামনের নির্বাচনে বাংলার জনগন তাদের ক্ষমতায় না আনলেও ক্ষতি নাই,তার পরের বার তো বাংলার জনগন তাদের ক্ষমতায় আনবেই। মানুষ একবার প্রতারিত হয়,দুই বার প্রতারিত হয় কিন্তু আমরা বাংলার জনগন চার চার বার প্রতারিত হয়েও মনেহয় আমাদের চোখ খোলে নি। ভবিষ্যতেও হয়তো আমরা সেই অলিখিত নিয়ম অনুযায়ী এই দুই দল এর এক জন কে ক্ষমতায় বসাবো। এখানে হয়তো বলা যেতে পারে যে দেশে তো কোন তৃতীয় option নাই। কিন্তু আমার মতে আগে ছিল না কিন্তু এখন আছে,আর সেটা হচ্ছে না ভোট।

যতখন না পর্যন্ত সৎ যোগ্য শিক্ষিত লোক প্রার্থি হিসাবে না পওয়া যাবে ততোখন পর্যন্ত যদি আমরা না ভোট দিতাম তাহলে আজ দেশ এর এই অবস্থা হতো না। অনেকে বলে না ভোট দিলে নাকি ভোট নষ্ট হয়। ভোট হচ্ছে আপনার মতামত,আর মতামত কিভাবে নষ্ট হই আমি জানি না। দশ জন লোক যাকে ভোট দিয়েছে তাকে ভোট না দিলে যে আপনার ভোট নষ্ট হবে আমনটা ভাবার কোনো কারণ আছে বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বিস করি দেশ তথা দেশ এর জনগনের মুক্তিতে এই না ভোট হতে পারে অন্যতম হাতিয়ার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.