আমাদের কথা খুঁজে নিন

   

Give me back my soul

জীবন টা সহজ, কিন্তু জীবন যাপন বড়ই কঠিন। আজ আমি আপনাদের সাথে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর পরিচয় করিয়ে দিতে জাচ্ছি। আমার এই ২৮ বছরের জীবনে তার মত কোমল হৃদয়ের মানুষ আমি কমই দেখেছি। আর কথা বারিয়ে আপনাদের সময় নষ্ট করবনা। আসুন, তার সাথে পরিচয় করিয়ে দেই। তার নাম তানাজি সান্ত্রা । কথা না বাড়িয়ে আসুন আপনাদের পরিচয় করিয়ে দেই আমার এই প্রিয় বন্ধু সাথে তার রচিত নিম্নক্ত গল্পের মাধ্যমে। শুরুঃ Laptop টা on করে আবার scotch এর pite টা নিয়ে বসলাম... তানাজী plz.. don’t do this here,you’ve made it a BAR. Shit, nobody can say that this is engineers’ room. You always make the room dirty & never.. clean it…Idiot. What ...!!!!!you again playing Bengali songs.. কিচ্ছু বললাম না,একটা fake হাসি দিয়ে বোতল,laptop আর cigarette এর packet টা নিয়ে balkoni তে গিয়ে বসলাম| ----- এখন আমি একাই মাল খাই .Silvassa তে মাল এর দাম সস্তা,দু'বছর চাকরি করে কাছে টাকা-পয়সা কিছু আছে ,কিনতু সেই বন্ধুদের সাথে বসে পাতি বাংলা খাবার মজাটা আর নেই | Life টা কোথায় যেন আটকে গেছে ------- নেশা চড়েছে, বোতলটার 1/3 শেষ হয়ে গেছে ... -Orkut টা খোলা আছে , সেই চেনা পরিচিত কতজন যেন online এ .—আজকে সবাই professional ,সবাই এগিয়ে গেছে আর আমি যে কে তাই, এক এক করে সবার ছবি ভেসে আসছে আমার lappy তে ...কিন্ত কেউ chatting এ আসছে না | রবীন্দ্রসঙ্গীত চলছে, আমার lappy তে …."তুমি কি কেবল ই ছবি, শুধু পটে আঁকা ” | আবার একটা চুমুক-যাঃ glass টা table থেকে পরে ভাঙ্গলো. এই তানাজী What the hell again... No. nothing.. the glass.. broken. Clean up the place, & do throw the glass pieces.. Otherwise it may cut my feet.. এ আমার companyতেই কাজ করে, ও senior engineer আর আমি Asst. engr…|চাইলে আমিও কিছু বলতে পারি | কিন্ত বলি না |—বাস একটা fake respect.. Ok… It’s ok, I’ll do it. একটা phone call .”Ajeeb Dastaan hai ye….” Firoj sir calling… হ্যালো, good evening sir, What .. eer , are you an engineer or something else? What you’ve done yesterday...If u can’t, then don’t do this.. Idiot.. What sir.. Something mistake..? You have entered wrong parameters in winder no. 605… When u will be perfect….2 years completed.. Sorry… Last word টা শোনার আগেই কেটে দিয়েছে.. রবীন্দ্রসঙ্গীত চলছে আমার lappy তে .. গানটা change হয়ে গেছে| "দিনগুলি মোর সোনার খাঁচায়…. রইলো না ..” আমার ভালো লাগে না | আমি চাইলে এদের কিছু বলতে পারি … ----একি আমার বাঁ চোখটা কেমন ভিজে ভিজে লাগছে ………………… আর একটা cigarette. দেশলাই সব শেষ হয়ে গেছে তাই একটা থেকে একটা cigarette ধরিয়ে যাচ্ছি,…. আর একটা ফোন call..".তুমি তোমারই ধরারই মাঝে .. মোরে পাঠালে আপন কাজে ” Yes mom. I’m fine, ya have eaten.. chicken.., roti. Yes tomorrow morning shift, han do phone me @ 6 am. How r u..? Yes we all well.take care, how’s your job going..? It’s fine,.. my bosses r good, & your room –mates..? Do u share your feelings with each other..? Yes they too good maa.. চলো.. then go to bed.. good night.. নেশা বাড়ছে … ----একি মা তুমি এখানে ..? হাঁ বাবা … একি তুই একা একা খাচ্ছিস ..? দে glass টা... আমি ঢেলে দি .. Class VIII পর্যন্ত আমি তোকে নিজে হাতে খাইয়ে দিয়েছি .. আজ লজ্জা পাচ্ছিস কেন ..? তুই এখনো সেরকমই আছিস, বড় হোস নি.. জানিস সুমন ওই আমাদের পাশের বাড়ির সুমন , ওই যে পাঞ্জাব এর কোথায় যেন engineer ছিল | ও চাকরি ছেড়ে চলে এসেছে .. কত বড় হয়ে গেছে রে ছেলেটা .. এই 2 বছর এ… জানিসতো ওর মা আগে খুব তো বলতো আমার ছেলে এই .., আমার ছেলে তাই .. সেই তো আজকে ফিরেই এলো.. এখন বলছে নাকি Govt. job এর prep নেবে.. একি ... তোর চোখ লাল,কথাবার্তাও আটকে যাচ্ছে , না পারলে ছেড়ে দে , আমি খেয়ে নেব, কি মা …তুমি … বাবা তুই তো কোনদিনই থালা পরিষ্কার করে খাসনি, আমি তো তোর থালাতেই খেতাম, তবে আজকে তোর glaas এ কেন খেতে পারিনা ….. চলো cheers…. একি মা তোমার হাতটা কাটল কিভাবে ..? এই রান্না করতে গিয়ে বাবা, বঁটিতে কেটে গেছে | কবে !!! কই আমাকে বলনি তো .. আর বয়স হচ্ছে বাবা .. চোখেও এখন কম দেখি .. মা এখন তো আমিও চাকরি করছি,.. একটা রান্নার লোক রাখতে পারো তো, .. মা তুমি এখনো municipality এর কল থেকে জল আনতে যাও না... আচ্ছা.. এবারে আমি বাড়ি গিয়ে একটা Aquaguard কিনে দেবো .. , ঠিক আছে.. তোমাকে আর রান্নাও করতে হবে না, আর জলও আনতে হবে না.. তোমার গলাতে কোনো সোনার চেন নেই, কানের রিং দুটোও তো পুরোনো হয়ে গেছে … ও সব আমার দরকার নেই বাবা..তুইসুখে থাক., তুই এনজয় কর life টা . তাহলেই আমরা সুখে থাকবো.. পারলে টাকা-পয়সা save কর .. জানিস এই গরম এ তোর বাবার খুব কষ্ট হয়.. পারলে একটা A.C কিনে দিস,.. বাদ দে.... তুই কতো কষ্ট করে টাকা উপায় করিস … মা,বাবা কেমন আছে গো? হাঁ ওনার শরীরটা ভালো নেই .. এই তো কদিন আগে ডাক্তার এর কাছে গিয়ে কিসব পরীক্ষা,নিরীক্ষা করে আসলো.. Heart এর problem তো .. আমাকে তো বলোনি মা…. এখন তো সুস্থই আছেন.. আর দাদা .. আচ্ছা তোর দাদা.. ও জানিস একদিন Bike accident করে থুতনি তে সাতটা সেলাই করে নিয়ে এসেছে.. তুমি বহুত মিথ্যা কথা বলো মা.. কই এগুলো তো আমাকে আগে বলোনি …. দাদার একটা pulsar নেবার খুব ইচ্ছা না… আমি জানি ও আমাকে বলেছে.. ওই ছেলেটাও খুব খাটছে .. ওর একটা চাকরি হলে খুব ভালো হয়. পারলে দেখ না বাবা.. Silvassa তে যদি হয় ..তাহলে ভালই হবে তোরা দু ভাই এ একসাথে থাকবি… -----না মা টাকা পয়সার দরকার নেই.. দাদা কে ওখানেই থাকতে দাও.. এখানে লোকেরা ভালো না..আমার ..boss, আমার colleagues,আমার room-mates.. কেউ না.. Even আমিও না.. এখানে এলে দাদাও খারাপ হয়ে যাবে.. আমারই মতো এই মদ.,, সিগারেট… আমি তো গেছিই মা. দাদাও এরকম হলে তোমাদের কে দেখবে..? এসব ছেড়ে দে বাবা.... অনেক কষ্ট করে বড়ো হয়েছিস,টাকা পয়সা একটু জমাতেও শেখ.. ....জামা প্যান্ট তো সব নোংরা করে রেখেছিস .. ওগুলো কাঁচাতে দিস না কেন..?বাবা একটা খয়েরি রং এর জামা কিনিস না.. . তোকে খয়েরি জামাতে বেশ ভালো লাগে…. আচ্ছা মা,বাবার ওসব লোন গুলো শোধ হয়ে গিয়েছে..? তুই ওসব নিয়ে ভাবিস না .. তাহলে দোতলা টা complete করছ না কেন..?অর্ধেকটা হয়ে পড়ে আছে.. আমি তো আছি নাকি.. মা এবারে না একটা swift কিনব.. আমাদের পাড়াতে প্রথম গাড়ি হবে আমাদের Swift, একটা white swift.. জানো মা,আজকে না আমি একটা ভালো কাজ করেছি অনেক দিন পর… অনেক দিন পর নিজের ইচ্ছায় কিছু করেছি.. কি বাবা? আজকে আমি ডান্ডি মেরেছি এমনি .এমনিই. Without information plant এ যাইনি .. --বেশ করেছিস . মন যা চায় তাই করিস, যখন যা চায়… বোতলটা প্রায় শেষের দিকে ..নেশা চরম এ.. তুই খোঁড়াচ্ছিস কেন বাবা..?তোর পায়ে কি হয়েছে..? একি..!!! দেখি দেখি .. বুড়ো আঙ্গুলের নখটা নীল হয়ে গিয়েছে কেন..? ........ Plant এ.. একটা heavy weight পড়ে গিয়েছিল পা এর উপর.. দেখি দেখি… পায়ের আঙ্গুলটা কেমন ভিজে ভিজে লাগলো.. একি মা তোমার চোখটা.. ছেড়ে দে বাবা, ছেড়ে দে, বাড়ি চলে আয়.. কতো দূরে আছিস,একা একা.. ..জানি না কার কার সাথে মিশিস,কোথায় থাকিস..? কি খাস….খুব চিন্তা হয়.. রাস্তাঘাট ..একা একা ঘুরিস.. বাস লরি…….. জানিস সুমন কে ওখানে একটা কুকুর এ কামড়িয়েছিল.. রাত্রেplant থেকে room এ ফিরছিল একা একা….. আমার দোতলা বাড়ি, A.C , সোনার চেন,Pulsar,Swift কিচ্ছু চাই না.. . যা আছে আমাদের তাই দিয়ে ভালই চলে যাবে.. বাবা চলে আয় বাড়িতে.. বোতল টা শেষ হয়ে গিয়েছে.. Cigarette টাও na টেনে টেনে পুরো পুড়ে গিয়েছে.. Mobile টা আবার বেজে উঠলো.” তুমি তোমারই ধরার-ই মাঝে মোরে পাঠালে আপন ও কাজে..” Hello… Get up my son.. Have to attend Duty ..Already 6 now.. Get up,,, otherwise u’ll again miss the bus.. .. Laptop টা টুক টুক করছে ,battery এর charge প্রায় শেষের দিকে… ------রবীন্দ্র সঙ্গীত এখনও চলছে..”যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.” শেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।