আমাদের কথা খুঁজে নিন

   

চুদুরবুদুর ডটকম ‘বন্ধ’ হলো

আহা আহা সখি, তুমি যাহা কর, মোর মনে লয় তাই... তোমার ফুলের পরাণে কেবল দিয়ে যায় বেদনাই। নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিরোধী দলের এক নারী সংসদ সদস্যের মুখে উচ্চারিত ‘চুদুরবুদুর’ শব্দ নিয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক আলোচনার মধ্যে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটকে ব্যাঙ্গ করা ‘চুদুরবুদুর ডটকম’ আর দেখা যাচ্ছে না। মঙ্গলবার বিকাল থেকে chudurbudur.com এই ঠিকানায় কেউ ব্রাউজ করলেই সংসদের ওয়েবসাইট এবং এর সব কন্টেন্ট দেখা যাচ্ছিল। জাতীয় সংসদের ওয়েবসাইটের ঠিকানা parliament.gov.bd। সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিআরসির সহযোগিতা নিয়ে রাতেই ওয়েবসাইটটি ব্লক করে দেয়া হয়েছে।

এখন আর ওই সাইটে ঢোকা যাচ্ছে না। ” গত ৯ জুন সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রেহানা আক্তার রানু তার বক্তব্যে ‘চুদুরবুদুর’ শব্দটি ব্যবহার করেন। তিনি ওই দিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বলেছিলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন। ” ফেনীর বাসিন্দা রেহানা তার অঞ্চলের ভাষায় সরকারকে হুঁশিয়ার করলে সরকারি সদস্যরা তীব্র প্রতিবাদ করেন। হুইপ আসম ফিরোজও রানুর বক্তব্যকে ‘অশোভন’ আখ্যা দিয়ে এক্সপাঞ্জের দাবি জানান।

এর চার দিনের মাথায় গত ১৩ জুন গোড্যাডি ডটকমের মাধ্যমে ‘চুদুরবুদুর ডটকম’ নিবন্ধন করা হয় দুই বছরের জন্য। সেখানে নিবন্ধকের নাম দেখানো হয় ‘বাংলাদেশ পার্লামেন্ট’। পাশাপাশি একটি ‘অস্তিত্বহীন’ মোবাইল নম্বরও সেখানে দেয়া হয়েছে। ‘চুদুর-বুদুর’ শব্দটি নিয়ে সংসদে উত্তাপের পর আলোচনা গড়ায় আন্তর্জাতিক পর্যায়েও। ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজারও শব্দটির উৎপত্তি ও অর্থ বিচারে শব্দটি অশ্লীল কি না- তা খতিয়ে দেখার চেষ্টা করে।

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, ‘চুদুরবুদুর’ গ্রাম্য শব্দ, অশ্লীল নয়। জাতীয় সংসদের স্পিকার নোয়াখালীর বাসিন্দা শিরীন শারমিন চৌধুরীও বলছেন, “শব্দটি অশালীন নয়”। শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়া হবে না বলেও জানিয়েছেন স্পিকার। গত সোমবারের অধিবেশনে ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেয়ার জন্য দাঁড়িয়ে ক্ষমতাসীন দলের জুনাইদ আহমেদ পলক জাতীয় সংসদে প্রতিটি ‘অশালীন’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ৩০ হাজার টাকা করে জরিমানা করার দাবি তোলেন। অশালীন বক্তব্য দিলে অন্তত একদিনের জন্য হলেও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অধিবেশন থেকে বহিষ্কারের অনুরোধ জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.