‘চুদুরবুদুর’ - শব্দটি নিয়ে বাংলাদেশের সংসদ উত্তাল হয়েছিল পরে টকশো, মিডিয়া ও মানুষের মুখে মুখে। আর এখন? কলকাতার দেওয়ালে দেওয়ালে এই শব্দ লেখা পোস্টার। নবারুণ ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের ছবি ‘কাঙাল মালসাট’ ছবির পোস্টারে লেখা থাকছে, ‘নো চুদুরবুদুর’। আর সেই সাথে ব্যাকআপ হিসেবে থাকছে ‘চুদুরবুদুর’ গালি কি না সেই নিয়ে বাংলাদেশের সংসদে বিতর্ক সংক্রান্ত খবরের পেপারকাটিংয়ের ছবি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইহা বিশ্লেষন করে বলা হয়েছিল, শব্দটি প্রকৃত অর্থে অশ্লীল নয়। কেউ যদি কলকাতায় যান তবে একখানা ছবি তুইল্যা আইনেন দেওয়াল থেকে, আমাদের সংসদের পাশে লাগাইয়া দিমু!!!!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।