আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল শেষে আলটিমেটাম খালেদার

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন হরতালের পর এম ইলিয়াস আলীর সন্ধান দিতে আগামী শনিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ওই সময়ের মধ্যে বিএনপির নেতার সন্ধান না পাওয়া গেলে রোববার থেকে আবার হরতালের মতো কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের সন্ধান দাবিতে বৃহস্পতিবার ও শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচিও দিয়েছেন। হরতালের কর্মসূচির বিষয়ে খালেদা জিয়া বলেছেন, “আমরা জানি, হরতাল দেশের জন্য ক্ষতিকর। তবে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে বাধ্য হয়ে আমাদের হরতাল ডাকতে হয়েছে।

” ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তাদের সন্তানদের পাশে রেখে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। এক সপ্তাহ ধরে নিখোঁজ ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপির অভিযোগ; যদিও সরকারের পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করে বলা হচ্ছে, বিএনপি নেতাকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। বিএনপি নেতার বনানীর বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

তবে পাওয়া যায়নি ইলিয়াস ও তার গাড়িচালককে। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে প্রথমে রোববার হরতাল ডাকে বিএনপি। এরপর সোম ও মঙ্গলবারও হরতাল ডাকা হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াসের সন্ধান দাবিতে এর আগে বৃহস্পতিবার সিলেট বিভাগে হরতাল হয়। সারাদেশে হরতাল শুরুর আগের দিন শনিবার ঢাকায় একটি বাসে আগুন দেওয়ায় পুড়ে মারা যান ওই বাসের চালক।

হরতালের দ্বিতীয় দিন সোমবার ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯২০ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.