https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/27916_469175573128793_904386976_n.jpg **
শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল ।
**
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সারাদেশে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে সেক্টরস কমান্ডার ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বন্ধু নামো রাজপথে.... জামাতের অর্থায়নে পরিচালিত ভুঁইফোঁড় সংগঠন হেফাজতে জামাতের গুণ্ডামি ব্লগারেরা অনেক সহ্য করছে । আর না । ইতোমধ্যে জামাতি পরিচয় ফাঁসের পর অংকুরেই বিনষ্ট হতে শুরু করেছে হেফাজতের ডাকা লংমার্চ।
লংমার্চ থেকে সরে গেলেন অনেক আলেম ও ইসলামী সংগঠন
... । তাদের লং মার্চ প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে ।
জয় বাংলা । এবার হবে ঈমানের আসল পরীক্ষা । কে বন্ধু কে শত্রু পাওয়া যাবে খোঁজ ।
জোট বাঁধো তৈরি হও । যে এই হরতালের বিরোধিতা করবে সে ই রাজাকার , সে ই জামাত শিবির । আর দ্বিতীয় কোন কথা নাই ।
**
আমাদের জয় হবেই ।
জয় বাংলা ।
জয় জনতা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।