আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষনস্থায়ী জীবন কখন শেষ হবে ?..........

লুকায়িত হাসির মাঝে অনেক স্বপ্ন জড়িয়ে আছে যাহা প্রকাশ করার জন্য এই উচ্ছাসিত হাসি। না পাওয়ার বেদনা আর প্রত্যাশাই এখন একমাত্র অবলম্বন আগামী সময়ের জন্য। যদি জানতাম ক্ষনস্থায়ী জীবন এর জন্য এতো সংগ্রাম তাহলে এই জীবন সংগ্রামে একাই যুদ্ধ করতাম তোমার জন্য। সময়ের সাথে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে স্বপ্ন অন্ধকারের পথে জানিনা এই পথ কোথায় গিয়ে শেষ হয়। পুররুদ্ধার মুক্তির জন্য অপেক্ষা করতে হবে ? সময়ের গানিতিক হিসাব বলার সাধ্য নাই আমার শুধু উপলব্ধি করা যায় এই অনন্ত সময় আর কখনো ষশষ হবেনা আত্মা থেকে।

পরিপূর্ন আত্মা যতোদিন শুদ্ধ না হবে ততোদিন এই অন্ধকারেই থাকতে হবে একা একা !..................... কল্পনা শক্তি দিয়ে যদি একবার ভাবা যায় তাহলেই বুঝা যাবে জীবন আসলে কি। মানুষ আজ মৌলিক চাহিদা নিয়েই ব্যাস্ত একবার ও চিন্তা করেনা তার অতীত তার ভবিষৎ , মানুষ কে যদি প্রশ্ন করা যায় কিসের জন্য তোমাকে এই প্রকৃতির মাঝে পাঠানো হয়ে উত্তরে কি জবাব দিব আমার। আনন্দ, বেদনা ,হতাশা, যন্ত্রনা, কষ্ট, অন্যায়, অবিচার, অপকর্ম, হিংসা, পাপ, এটাই মানুষের কর্ম আমার মনে হয় না এটাই করার জন্য মানুষকে পাঠানো হয়েছে। একটু চিন্তা করলে দেখা যাবে যখন আমরা শিশু শিশু থেকে বালক বালক থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ তাহলেই নিজেকে জানা যাবে আর যখনি নিজেকে নিয়ে জানার চেষ্টা করবে কখনোই একচন মানুষ তাঁর অস্তিত্বকে খুজে পাবে। আর যতোক্ষন না সে নিজেকে চিনবে ততোক্ষন সে অন্যকে বুঝতে পারবেনা অন্যকে য়জানতে হলে আগে নিজেকে চিনতে হবে।

ভালবাসার আর এক নাম ধর্ম আমি বিশ্বাস করি যদি আমি মানুষকে ভালবাসতে না পারি তাহলে আমি আমার সৃষ্টিকর্তাকে ভালবাসতে পারবনা। সুন্দর পৃথিবী গড়ার জন্য প্রয়োজন সুস্থধারার চিন্তা আমরা কি পারিনা এই পৃথিবীতে যতোক্ষন আছি একটা ভাল কাজ করে যাই একটা একটা ভালকাজের মধ্যে দিয়েই একদিন পরিপূর্ন হবে আমাদের সমাজ আমাদের পরিবার । ক্ষনস্থায়ী জীবনের মহে আমারা সুন্দর একটা জীবনকে শেষ করতেও দিধা করিনা এটা কি মানুষের কাজ এই চিন্তা থেকে আমাদের বেরহতে হবে আর যতোদিন এই কাজটাই করব ততোদিন ভালকিছু আশা করা যাই না। আমরাই পারি সমাজ ব্যবস্থাকে পালটে দিতে মানুষ ? মানুষ ? মানুষ ? মানুষ ?মানুষ ? মানুষ ? মানুষ ? মানুষ ? মানুষ ?মানুষ ? মানুষ ? কাকে বলে মানুষ ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।