আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীর জুরাইনে ৩টি টাইম বোমা উদ্ধার

জানতে চাই জানাতে চাই বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে দেশব্যাপী হরতালের তৃতীয় দিনে রাজধানীর জুরাইন রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি টাইমবোমা উদ্ধার করা হয়েছে। সকাল ৯ টার দিকে উদ্ধারের পর বোমাগুলো পরীক্ষার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে। ট্রাফিক পুলিশের সুত্রাপুর জোনের সার্জন মিনা মহিবুল্লাহ বাংলানিউজকে জানান, টোকাইরা কালো ব্যাগে ও পেপারে মোড়ানো অবস্থায় বিশেষ বোমাগুলো দেখতে পেয়ে খবর দিলে শ্যামপুর থানা পুলিশ সেগুলো উদ্ধার করে। শ্যামপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দু’টি পৃথক স্থান থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।